রোহিত শর্মার জায়গায় মুম্বাই ইন্ডিয়ান্স এর অধিনায়ক হওয়ার পরেই একের পর এক সমস্যায় পড়তে হয়েছিল হার্দিক পান্ডিয়া কে। এই সময়ে কি মুম্বাইয়ের সাজঘর দু ভাগে ভাগ হয়ে গিয়েছিল?এই প্রশ্নের জবাব দিলেন বুমরা। একটি সাক্ষাৎকারে রোহিত হার্দিক বিতর্কে মুখ খুলেছেন বুমরা। হার্দিক অধিনায়ক হওয়ার পরে মুম্বাইয়ের সাজঘর দু ভাগে বিভক্ত ।এক দলে প্রাক্তন অধিনায় রোহিতের পক্ষে ,একদল হার্দিকের ।বুমরা অবসর স্পষ্ট করে দিয়েছেন যে,” তেমন কোন সমস্যা হয়নি ।পুরো দল হার্দিকের পাশেই ছিল। সমর্থকদের আমরা প্রশ্রয় দিইনি ।আমরা হার্দিকের পাশেই ছিলাম একটা পরিবারের মত ওকে সঙ্গ দেওয়ার চেষ্টা করতাম ।কিন্তু তারপরে অনেক কথা হয়েছে। আসলে কিছু কিছু বিষয়ে আপনার নিয়ন্ত্রণ থাকেনা সেটাই হয়েছে”। তবে বুমরা সমর্থকদের দোষ দেননি। তার মতে দলের প্রতি আবেগ ভালোবাসার কারণেই এমনটা হয়েছে। বুমরার মতে যেভাবে স্টেডিয়ামে গ্যালারি থেকে লাগাতার হার্দিক কে হেনস্থা করা হয়েছে তা সামলানো শখ ছিল না হার্দিক তার সামনে ভালো খেলার চেষ্টা করেছেন। সারা গ্যালারি চিৎকারের বিরুদ্ধে ভালো খেলা কঠিন, হাসিমুখে সামলানোর চেষ্টা করে গেছে হার্দিক। ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ফেরার পর সেই ওয়াংখাড়েতেই হার্দিকের নামে জয়ধ্বনি উঠেছে। সেই উদাহরণ টেনে এনে বুমরা বলেন,” সাফল্যের কোন বিকল্প নেই। খেলার প্রশংসায় পাশাপাশি সমালোচনা শুনতে হবে । বিশ্বেরসেরা ফুটবলারদেরও সমালোচনা শুনতে হয় ।সময় খারাপ থাকলে সব কিছুই খারাপ হয় তাতে হতাশ না হয় অপেক্ষা করতে হয় ।সময় বদলায়। হার্দিক সেটা দেখিয়েছে”।
ভারতের এই অবস্থার জন্য কাকে দায়ী করা উচিৎ হবে তা বলা মুশকিল। যদি বলা হয় ঘরোয়া ক্রিকেটে ভারতীয় সিনিয়র ক্রিকেটাররা...
Read more
Discussion about this post