,: ২০২৪ সালে ১৩ টি টেস্টে ৭১ টি উইকেট তাঁর ঝুলিতে। যার মধ্যে শুধু বর্ডার গাভাস্কার সিরিজের ৪টি টেস্টে তুলে নিয়েছেন ৩০ টি উইকেট ।তিনি ভারতের অনন্য সম্পদ ।এহেন পরিসংখ্যানের মালিক এবার জায়গা করে আইসিসির বর্ষসেরা পুরুষদের পুরুষ ক্রিকেটারদের তালিকায়। স্যার গারফিল্ড সোবার্স ট্রফির অর্থাৎ আইসিসি বর্ষসেরা ট্রফির মনোনয়নের তালিকায় বুমরা সঙ্গে রয়েছেন ইংল্যান্ডের জো রুট, হ্যারি ব্রুক এবং অস্ট্রেলিয়া ট্রাভিস হেড ।এখানেই শেষ নয়। আইসিসি বর্ষসেরা টেস্ট ক্রিকেটারদের মনোনীতদের মধ্যেও রয়েছেন ভারতীয় তারকা পেসারের নাম । তাঁর পাশাপাশি তালিকায় আছেন রুট বুক এবং শ্রীলংকার কামিন্দু মেন্ডিস। আইসিসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিখেছে, ‘২০২৩ সালে চোট সারিয়ে দলে ফিরে গোটা ২০২৪ সালটা দাপিয়ে খেলেছেন বুমরা। ১৩ টি টেস্টে নিয়েছেন ৭১ টি উইকেট। এটাই তার ক্যারিয়ারের সেরা পারফরম্যান্স আর কারোর কাছে নেই এই রেকর্ড। দক্ষিণ আফ্রিকা হোক অস্ট্রেলিয়া সব ট্যুরেই সফল তিনি ।এমন কি টি-টোয়েন্টি বিশ্বকাপে ৮ ম্যাচে ১৫ টি উইকেট পান তিনি। বলাই বাহুল্য তার অনুমতি ফর্মের জন্যই সেরাদের দের তালিকা মনোনীত হয়েছেন বুমরা । ব্যক্তিগত পারফরমেন্সে বাকিদের ছাপিয়ে গেলেও মেলবোর্ন টেস্টে পরাস্ত হওয়ায় মন খারাপ বুমরাহর। লাগাতার চাপ নিয়েও দলের জয় অধরা থাকায় রোহিত শর্মার কাছে দুঃখ প্রকাশ করেছেন তিনি ।কিন্তু স্বামীর খেলা দারুন খুশি স্ত্রী সঞ্জনা গনেশন ।বক্সিং ডে টেস্টে জয় হাতছাড়া হলেও তিনি এবং তার সন্তান যে বুমরার জন্য গর্বিত ,ইনস্টাগ্রাম স্টোরিতে সে কথাই লিখলেন। ছেলে অঙ্গদের হাতে বল ধরে থাকার ছবি আপলোড করে লিখেন ,’তোমার জন্য গর্বিত বাবা। আজ এবং সারা জীবন।’ হাজার হতাশার মাঝেও এই স্টোরি বুমরার মুখে হাসি ফোটাবে বৈকি।
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে ১৯শে ফেব্রুয়ারি থেকে।আর ভারতের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে। প্রতিযোগিতার মূল আয়োজক পাকিস্তান হলেও, ভারতীয়...
Read more
Discussion about this post