পদত্যাগ করলেন কার্লেস কুয়াদ্রাত। পারস্পরিক আলোচনার ভিত্তিতে ইস্টবেঙ্গল কোচের পথ থেকে সরে দাঁড়ানো সিদ্ধান্ত নিলেন তিনি। আপাতত দায়িত্ব বিনো জর্জের ওপর। শক্তিশালী দল গড়েও। হতশ্রী পারফরমেন্সের কারণে সদস্য সমর্থকরা চাপ বাড়াচ্ছিলেন তারপর এই চরম সিদ্ধান্ত নিলেন কুয়াদ্রাত। ঘরের মাঠে এফসি গোয়ার কাছে ৩-২ গোলে হারের পর যুব ভারতীয় ক্রীড়াঙ্গনে গো ব্যাক ধ্বনি শুনতে হয়েছিল। শুনতে হয়েছিল। তবুও তিনি ধৈর্য ধরার কথা বলেছিলেন ।তারপর থেকে কোচ নিয়ে অসন্তোষের খবর চড়তে থাকে। রবিবার রাতে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার আলোচনায় বসেছিলেন অমায় ঘোষাল এবং বিনো জর্জে কে নিয়ে সেখানেও পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। রাতে দেবব্রত সরকার বলেছিলেন আভ্যন্তরীণ বিষয়ে আলোচনা হয়েছে। বলার কিছু নেই। মনে করা হচ্ছে তখনই কোচ বদলে সিদ্ধান্ত হয়। সোমবার সকালে কোচের সঙ্গে বৈঠকে বসেছিল ইমামি এবং ইস্ট বেঙ্গল ক্লাবের কর্তারা। সেখানেই খারাপ পারফরমেন্সের কারণ জানতে চাওয়া হয় ।কেন দল আনফিট এবং চোঠ আঘাতে জর্জরিত ,তাও প্রশ্নের মুখে পড়ে। শেষ পর্যন্ত পারস্পরিক আলোচনার ভিত্তিতে কুয়াদ্রাত সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। কোচকে সময়সীমা বেধে দেওয়া হয়েছিল ।সেই প্রস্তাব পাওয়ার পরেই থাকতে রাজি হননি। ইস্টবেঙ্গলের পরের খেলা ৫ ই অক্টোবর ,।প্রতিপক্ষ জামশেদপুর এফসি। আজ বিকেলে দুদিন ছুটির পরে অনুশীলনে নামবে ইস্ট বেঙ্গল। তবে কোচের জার্সিতে থাকবেন বিনো জর্জ।
পাঁচবারের বিশ্বকাপ জয়ী দল !যে রেকর্ডার বিশ্বের কোন দলের নেই ,সেই সেলকাদের সোনালি দিন, আজ অতীত, ব্রাজিল যেন আজ ধু৺কছে!...
Read more
Discussion about this post