ভারত না আসলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন থেকে সরে আসতে পারে পাকিস্তান ।এমনকি প্রতিযোগিতার না খেলার সিদ্ধান্ত নিতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ভারতের ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে, পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রাজি নয় তারা। আইসিসি ও ভারতের ম্যাচগুলি কোন নিরপেক্ষ দেশে আয়োজনের কথা ভাবছে ।যা নিয়ে খুশি নয় পিসিবি। তাই পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি না খেলার হুমকি দিয়েছে। পাকিস্তানের এক সংবাদ মাধ্যমে জানিয়েছে এদেশের কেন্দ্রীয় সরকার পিসিবিকে নির্দেশ দিতে পারে না খেলার জন্য। পিসিবি সভাপতি মোহসিন নাকভি জানিয়েছেন, হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফি হলে খেলবে না পাকিস্তান। আইসিসি যদিও হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন ট্রফি আয়োজন করতে চাইছে সেই সঙ্গে পাক ক্রিকেট বোর্ডকে আয়োজন করার পুরো খরচ দেবে তারা। বেশিরভাগ ম্যাচ যাতে পাকিস্তানের হয় সেদিকেও লক্ষ্য রাখার কথা বলেছেন সভাপতি। কিন্তু পাকিস্তান তাতেও রাজি নয়। হাই ব্রিড মডেলের পাকিস্তান রাজি না হলে পুরো প্রতিযোগিতা সরিয়ে দিতে পারে আইসিসি। শ্রীলংকা সংযুক্ত আরব আমিরশাহি এবং দক্ষিণ আফ্রিকার মত দেশে এই প্রতিযোগিতা সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে। পাকিস্তান এই প্রতিযোগিতা আয়োজন করতে না পারলে খেলবে না বলে জানিয়েছে। আগামী বছর ফেব্রুয়ারি মাসের চ্যাম্পিয়ন ট্রফি হওয়ার কথা হাতে খুব বেশি সময় নেই প্রতিযোগিতা বাতিল হলে আন্তর্জাতিক ক্রিকেটে খুব বড় ধাক্কা হবে। পয়লা ডিসেম্বর থেকে আইসিসি চেয়ারম্যান পদে দায়িত্ব নেবেন জয় শাহ। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়জনের ক্ষেত্রে তিনি বড় ভূমিকা নিতে পারেন। এখন জয় দায়িত্ব নিয়ে কিভাবে সমস্যার সমাধান করেন সেদিন কি নজর থাকবে সকলের।
ভারতের পাকিস্তানে খেলতে না যাওয়া নিয়ে এবার কড়া প্রতিক্রিয়া জানালেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার রশিদ লতিফ তিনি বলেছেন যে ক্ষমতা থাকলে...
Read more
Discussion about this post