আইপিএলের মেগা নিলাম বাকি হাতেগোনা কয়েকটি দিন . দল তৈরি করতে নিজেদের মতো পরিকল্পনা সাজাচ্ছে ফ্র্যাঞ্চাইজি গুলি। জল্পনা রয়েছে ক্রিকেট মহলেও। কি হতে চলেছে চেন্নাই সুপার কিংস এর স্ট্র্যাটাজি । আইপিএলের সফলতম দল এবং হিসেবেই চেন্নাইকে ধরে ক্রিকেট মহল ।মুম্বাইয়ের সঙ্গে সর্বাধিক ৫ বার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার নজির রয়েছে তাদেরও ।গত মরসুমে একেবারে শেষ মুহূর্তে এসে তাদের প্লে অফে খেলা স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। আর নয় মরসুমে রীটেনশন করতে গিয়ে কোর ক্রিকেটারদের অনেকেই ধরে রেখেছে চেন্নাই সেটা করতে গিয়ে পার্সের অনেকটাই অনেকটাই খরচ করে ফেলেছে সুপার কিংস ম্যানেজমেন্ট কিন্তু নতুন মরসুমে শক্তিশালী দল গড়তে একাধিক ক্রিকেটার কিনতে হবে তাদের। চেন্নাই যাদের রিটেনশন করেছেন তারা হলেন ঋতুরাজ গায়কোয়াড় ১৮ কোটি ,রবীন্দ্র জাদেজা ১৮কোটি ,মাথিশা পাথিরানা ১৩ কোটি , শিবম দুবে ১২কোটি,মহেন্দ্র সিং ধোনি ৪ কোটি। চেন্নাই সুপার কিংস এর হাতে আছে ৫৫ কোটি টাকা তাদের হাতে আরটিএম বেঁচে একটি যা ব্যবহার করা যাবে ক্যাপড বা আনক্যাপড প্লেয়ার এর ক্ষেত্রে। ওকে নিয়ে ঋতুরাজের সঙ্গী দরকার চেন্নাই এছাড়া যাদের পাশাপাশি দরকার স্পিনার। শিবম দুবে দলে থাকলেও তিনি বোলিং সেভাবে করে না তাই বোলিং ওপেন করার মতন পেসার এর পাশাপাশি ডেথেও একজন দরকার চেন্নাইয়ের। মিডিল ওর্ডারে ঝড় গতিতে রান তোলার পাশাপাশি ঘুরনি সামনে করতে পারেন এমন ব্যাটার চাই চেন্নাই শিবিরে। প্রথমেই শোনা যাচ্ছে ঋষভ পন্থের নাম। বিস্ফোরক উইকেট কিপার ব্যাটারকে দলে নিলে মিডিল অর্ডারে দ্রুতগতিতে রান তুলতে পারবে চেন্নাই। পাশাপাশি পন্থ কি ভিডিও করতে পারেন এছাড়া অধিনায়ক হিসেবেও আগামী দিনে তাকে ভাবা হচ্ছে. পল্থকে না পেলে এর রাহুলকে ফেরার চেষ্টা করতে পারে চেন্নাই ওপেন করার পাশাপাশি তিনিও উইকেট কিপিং করতে পারেন এছাড়াও চেন্নাই ম্যানেজমেন্টের নজরে থাকবে ডেভন কনওয়ের দিকে। মিডিল অর্ডারে বেশ কিছু ভারতীয়কে টার্গেট করতে পারে সিএসকে এই, শার্দূল ঠাকুর, তুষার দেশপান্ডে ,মুকেশ চৌধুরীকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করবে চেন্নাই ম্যানেজমেন্ট ।নতুন বলে বল করার জন্য কেনা যেতে পারে ভুবনেশ্বর কুমারকেও । জাদেজার পাশে স্পিনার মিচেল সেন্টেনারের বা মহেশ ঠিকশানাকে কিনতে পারে চেন্নাই ।আলোচনায় থাকবে ওয়াশিংটন সুন্দর এর নাম ।স্পিন বোলিং এর পাশাপাশি ব্যাট হাতেও দলকে ভরসা জোগাতে পারেন তিনি । অতীতে মেগা অকসনেও নিজেদের কোর ধরে রাখার পথেই হেঁটেছে সিএসকে ।২০২৫ আইপিএল কি সেই স্ট্র্যাটেজি খেটে যাবে নাকি কম পার্সই কাঁটা হয়ে দাঁড়াবে তাদের দল গঠনের পক্ষে?
কথায় আছে না বোকা বন্ধুর থেকে, বুদ্ধিমান শত্রু ভালো। কারণ বোকা বন্ধু শুধু তোষামদ করে। আর বুদ্ধিমান শত্রুর থেকে অনেক...
Read more
Discussion about this post