আইপিএলের চেন্নাই বনাম বেঙ্গালুরু লড়াই বরাবরই অন্য মাত্র পায়। দক্ষিণের যুদ্ধ বলা হয় সেই ম্যাচকে। পরের আইপিএল শুরু হওয়ার তিন মাস আগে লড়াই আরো উসকে দিলেন ঋতুরাজ গায়কোয়াড়। চেন্নাইয়ের অধিনায়ক অনুষ্ঠানে গিয়ে এমন একটি মন্তব্য করেছেন যা খুশি করেছে চেন্নাইয়ের সমর্থকদের । আরসিবির সমর্থকরা ক্ষুব্ধ হয়েছেন এই কথায়। ব্যাঙ্গালুরুতে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ঋতুরাজ। সঞ্চালক তার দিকে কিছু বলার জন্য মাইক এগিয়ে দিয়েছিলেন তবে সেটি অন করতে ভুলে গিয়েছিলেন আয়োজকেরা। সঞ্চালক তখন মজা করে বলেন আপনারা কি করে ঋতুরাজের মাইক অন করতে ভুলে গেলেন ?ঋতুরাজও কম যান না। তিনি পাল্টা বলেন নিশ্চয়ই কোন আরসিবি সমর্থকের কাজ । অনুষ্ঠানে ছিলেন অনেক চেন্নাই সমর্থকেরা। তারা সোৎসাহের চিৎকার করে ওঠেন ।সমর্থন জানার ঋতুরাজের মন্তব্য কে। তবে অনুষ্ঠানটি বেঙ্গালুরুতে হওয়ায় অনেকেই খুশি করতে পারেনি। তবে বিষয়টি নিয়ে বিতর্ক বাড়ান কেউই। আইপিএলের নিলামে মহেন্দ্র সিং ধোনি কে ধরে রাখলেও চেন্নাই কে আগামী মরশুমে ঋতুরাজ নেতৃত্ব দেবেন তা একপ্রকার নিশ্চিত। তবে ব্যাঙ্গালুরু কোন নেতাগোছের ক্রিকেটারকে কেনেননি। বিক্রি করে দিয়েছেন ফাফ দুপ্লেসিকে । ফলে আগামী মরসুমে বিরাট কোহলির নেতৃত্বে ফেরার একটা সম্ভাবনা থাকছে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post