: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, পৃথিবীর সর্বকালের সেরা ফুটবলারদের মধ্যে অন্যতম একজন। জনপ্রিয়তা নিরিখে এই মুহূর্তে বিশ্বসেরা। তিনি পৃথিবীর একমাত্র ক্রীড়াবিদ যার অনুগামী সংখ্যা এক বিলিয়ন ছাড়িয়েছে। ইনস্টাগ্রামে রোনাল্ডোর অনুগামী সংখ্যা ৬৩৯ মিলিয়ন, ফেসবুকে তার অনুগামী সংখ্যা ১৭০ মিলিয়ন, এবং টুইটারে তার অনুগামী সংখ্যা ১১৩ মিলিয়ন। ইউটিউবে ৬০.৫ মিলিয়ন সাবস্ক্রিপশন আছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পেজে। সারা পৃথিবী জুড়ে রয়েছে তার অনুগামীর সংখ্যা পৃথিবীর সমস্ত দেশেই তাঁর অনুগামী সংখ্যা রয়েছে। শুধু ইউরোপ বা আমেরিকা নয় এশিয়ার দেশগুলোতে রয়েছে রোনাল্ডোর লক্ষ লক্ষ ভক্ত। সেরকমই এক ভক্ত চীন দেশের হং যিনি সাইকেল চালিয়ে চীন থেকে সৌদি আরবে গিয়ে তার সাথে দেখা করলেন। শুধুমাত্র নিজের আইডল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে দেখতে। এবছর ১৮ইমার্চ মাসের চীন থেকে সাইকেল চালিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেন হং । সাত মাস পরে সৌদি আরবে এসে পৌঁছান। কাজাকস্থান, জর্জিয়া ,ইরাক, কাতারসহ বিভিন্ন দেশে সাইকেল চালিয়ে সৌদি আরবের রাজধানী রিয়াধে পৌঁছান হং। তার ভক্তকে নিরাশ করেনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আল নাসের ফুটবল ক্লাবের বাইরে হং এর সঙ্গে দেখা করে অটোগ্রাফ দেন সঙ্গে ছবিও তোলেন। ইন্টারনেটে ভাইরাল সেই ছবি
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post