ওয়েস্ট ইন্ডিজকে টানা দুবার বিশ্বকাপ জিতিয়েছিলেন ।ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক লাইভ লয়েড’ অর্ডার অফ দা ক্যারিবিয়ান কমিউনিটি’ পুরস্কারে সম্মানিত হয়েছেন। ক্যারিবিয়ান অঞ্চলের এটি সর্বোচ্চ সম্মানসূচক পুরস্কার। ১৯৭৫ ও ১৯৭৯ সালে বিশ্বকাপ জেতে ওয়েস্ট ইন্ডিজ। খেলোয়াড় জীবনে বাঁ হাতি লয়েড মারকুটে ব্যাটার হিসেবে পরিচিত ছিলেন। ক্রিকেট চর্চায় এখনো ঘুরে ফিরে আসে লয়ডের ওয়েস্ট ইন্ডিজের কথা। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০র বেশি টেস্ট খেলেছেন ।৭৪ টি টেস্টের দলকে নেতৃত্ব দিয়ে হার মাত্র ১২ ম্যাচে। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সভাপতি কিশোর শ্যালো বলেন “এই পুরস্কার এমন একজন মানুষকে নিবেদন করা হলো যিনি কেবল ক্রিকেট খেলে উজ্জ্বল নন, ক্যারিবিয়ানদেরও নেতৃত্ব এবং অনুপ্রেরণার উৎস ।ক্রিকেটে ক্লাইভ-লয়েডের অবদান অতুলনীয়”। গত রবিবার লয়েড কে এই সম্মানে ভূষিত করা হয়েছিল ।অবসর গ্রহণ করার পরে কোচ, নির্বাচক ও ম্যাচ রেফারির ভূমিকায় সমান উজ্জ্বল লয়েড। উল্লেখ্য, ২০১৯ সালে নাইটহুড পান ক্লাইভ লয়েড।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post