আগামী বছর আইপিএল শুরু ১৪ই মার্চ থেকে। নিলামের দু’দিন আগে ঘোষিত আইপিএল শুরুর দিন। জানিয়ে দেওয়া হলো ফাইনালের দিনও। শুধু আগামী বছর নয়। ২০২৭ পর্যন্ত আইপিএলে শুরু ও শেষের দিন জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামী বছর আইপিএলের ফাইনাল হবে ২৫শে মে। এর আগে কখনো তিন বছরের আইপিএলের দিন একসঙ্গে ঘোষণা করেনি বোর্ড। ২০২৫ থেকে ২০২৭ সাল পর্যন্ত এই দিন ঘোষণার কোন কারণ যদিও কিছু জানায়নি তারা ।আগামী মাসেই জয় শাহ আই সি সি চেয়ারম্যান পদে বসবেন। অর্থাৎ ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব হিসেবে আর মাত্র কয়েকদিন রয়েছেন জয়। তার আগে আগামী তিন বছরের আইপিএলের দিন ঘোষণা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে । ২০২৬ সালের আইপিএল শুরু হবে ১৫ই মার্চ থেকে ফাইনাল ৩১শে মে। ২০২৭ সালে ১৪ই মার্চ থেকে শুরু হবে আইপিএল । ফাইনাল হবে ৩০ শে মে । প্রতিবছরই ফাইনাল গুলি রোববারে দেখে রাখা হয়েছে। আগামী বছরের জন্য আইপিএলের দিন ঘোষণা করে দেওয়ায় আন্তর্জাতিক সিরিজ ও সেই ভাবে রাখা যাবে। কোন ক্রিকেটারের যাতে আইপিএল খেলতে যাতে অসুবিধা না হয় সেই কারণে বোর্ড এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হচ্ছে। ২৪ এবং ২৫ নভেম্বর আইপিএলের নিলাম ।সেই দুইদিন ঠিক হবে আগামী তিন বছর কোন কোন ক্রিকেটার কোন দলে খেলবেন ।এবারের বড় নিলাম এরপরে আগামী দু’বছর মিনি নিলাম হবে। সেখানে খুব বেশি ক্রিকেটারকে নিলামে তোলা হবে না ।তাই প্রতিটি দল তিন বছরের লক্ষ্য নিয়ে দল তৈরি করবে।বোর্ড ও তাই তিন বছরের দিন জানিয়ে দিল।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post