: ভারতের দাবি মানা হল আবার পাকিস্তানের দাবিও মানা হল চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে সব পক্ষকেই খুশি করার চেষ্টা করল আইসিসি। হাইব্রিড মডেল মেনে নিয়েছে পাকিস্তান সেই অনুযায়ী দুবাইয়ের ম্যাচ খেলবে ভারত আবার পাক দাবি মেনেই সে দেশেই একটি সেমিফাইনাল ও ফাইনাল দেয়া হল। তবে সেজন্য শর্তও দেয়া হচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফি ট্রফি হাইব্রিড মডেলের করার ক্ষেত্রে দুটি শর্ত দিয়েছিল পাকিস্তান ।এক- ২০১৩ সাল পর্যন্ত ১২৩১ সাল পর্যন্ত কোন আইসিসি টুর্নামেন্টে পাকিস্তান ভারতে খেলতে আসবে না ।ভারতে আয়োজিত আইসিসি টুর্নামেন্ট গুলি পাকিস্তান ম্যাচ করতে হবে নিরপেক্ষ ভেন্যুতে। এই শর্ত আংশিক মেনেছে আইসিসি ,পুরোপুরি মানা হয়নি ।২০২৭পর্যন্ত কোন আইসিসি ট্রফিতেই পাকিস্তানকে ভারতে আসতে হবে না। পাকিস্তানের দ্বিতীয় শর্ত ছিল ভারত না উঠলে সেমিফাইনালে এবং ফাইনাল করতে হবে পাকিস্তানে। আইসিসি সেই শর্ত একপ্রকার মেনে নিল। যে সুচি আই সি সি ঘোষণা করেছে সেই সূচি অনুযায়ী একটি সেমিফাইনাল রাখা হয়েছে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে ফাইনাল দেওয়া হয়েছে গাদ্দাফিতে ।একটি সেমিফাইনাল দেওয়া হয়েছে দুবাইয়ে ।আইসিসি জানিয়ে দিয়েছে ভারত সেমিতে উঠলে সেটা খেলা হবে দুবাইয়ে ।আর পাকিস্তান উঠলে সেই ম্যাচ খেলা হবে লাহোরে। ফাইনাল লাহোরে হওয়ার ক্ষেত্রেও একই শর্ত দেয়া হয়েছে। ভারত না উঠলে তবেই ওই ম্যাচ হবে লাহোরে। নতুবা সেটাও হবে দুবাইয়েই। ৮ বছর পর প্রত্যাবর্তন ঘটতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির। এবারের টুর্নামেন্টে খেলবে মোট আর টি টিম ।গ্রুপ এ তে রয়েছে পাকিস্তান ভারত-বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। গ্রুপে বি তে রয়েছে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড ও আফগানিস্তান ।চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে ২০১৫ এর ১৯ ফেব্রুয়ারি ।সেমিফাইনাল হবে ৪ মার্চ ৫ মার্চ ।ভারতের প্রথম ম্যাচ বাংলাদেশ বিরুদ্ধে, ম্যাচটি হবে ২০ ফেব্রুয়ারি। চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের সূচি: ভারত বনাম বাংলাদেশ ২০ শে ফেব্রুয়ারি ,দুবাইতে, দুপুর ২: ৩০ মিনিট ।, ভারত বনাম পাকিস্তান ২৩ শে ফেব্রুয়ারি, দুবাইতে ,দুপুর ২.৩০ মিনিট। ভারত বনাম নিউজিল্যান্ড ২মার্চ, দুবাই ,দুপুর ২.৩০ মিনিট। প্রথম সেমিফাইনাল ৪ মার্চ ,দুবাই ,ভারত উঠলে প্রথম সেমিফাইনাল খেলবে দুপুর ২.৩০মিনিট। দ্বিতীয় সেমিফাইনাল ৫ই মার্চ, লাহোরে। পাকিস্তান উঠলে দ্বিতীয় সেমিফাইনাল খেলবে দুপুর ২. ৩০ মিনিটে। ফাইনাল: ৯ই মার্চ লাহোরে ভারত উঠলে ফাইনাল দুবাইতে ।দুপুর ২.৩০ মিনিট।
পাঁচবারের বিশ্বকাপ জয়ী দল !যে রেকর্ডার বিশ্বের কোন দলের নেই ,সেই সেলকাদের সোনালি দিন, আজ অতীত, ব্রাজিল যেন আজ ধু৺কছে!...
Read more
Discussion about this post