কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে পৌঁছল আর্জেন্টিনা। পরপর তিনটি বড় টুর্নামেন্টে নিজেদের বিজয়ধ্বজা উড়িয়েছে লিওনেল মেসিরা। ফের একটা টুর্নামেন্টের নকআউট পর্বে পৌঁছে গিয়েছে আর্জেন্টিনা। আমেরিকার মাটিতে কোপা আমেরিকা শেষ আটে পৌঁছে গিয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে। শেষ আটের ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা, তাও নির্ধারিত হয়ে গেল । কোপা আমেরিকা সূচি অনুযায়ী এ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল বি গ্রুপের দু’নম্বরে থাকা দলের বিরুদ্ধে খেলবে কোয়ার্টার ফাইনাল ।এ গ্রুপে শীর্ষস্থান ছিনিয়ে নিয়েছে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
গ্রুপ পর্বের তিন ম্যাচে তিনটিতে জিতেছে আর্জেন্টিনা। সব মিলিয়ে ৯ মেসিদের ঝুলিতে । অন্যদিক’ ‘বি’ গ্রুপে দুই শেষ করল ইকুয়েডর ।সোমবার ভারতীয় সময় ভোর বেলার ম্যাচে মেক্সিকোকে গোলশূন্যে রুখে দিয়ে বড়োসড় অঘটন ঘটালো তারা। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল লাতিন আমেরিকার ফুটবলের বড় শক্তি হিসেবে পরিচিত মেক্সিকো ।এই গ্রুপের সরষে থেকে নক আউট করবে উঠেছে ভেনেজুয়েলা। আর দুই শেষ করেছেইকুয়েডর। মেক্সিকোর সঙ্গে তাদের পয়েন্ট সমান সমান হলেও গোল পার্থক্য এগিয়ে থাকায় শেষ আটের শিকে ছিঁড়েছে ইকুয়েডরের।
তারাই কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ। কোপা আমেরিকায় গ্রুপে শেষ ম্যাচে জয় পেল আর্জেন্টিনা। লিওনেল মেসি ইন আর্জেন্টিনা ২-০ গোলে হারালো পেরুকে। প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হওয়ার পরে বিশ্ব চ্যাম্পিয়নদের পক্ষে জোড়া গোল করেন লাউতারো মার্টিনেজ । চোটের জন্য পেরুর বিরুদ্ধে খেলেননি মেসি। প্রথম দুই ম্যাচেও গোল পাননি আর্জেন্টিনার অধিনায়ক ।এই প্রথম কোন প্রতিযোগিতার গ্রুপ পর্বে গোল করতে পারলেন না তিনি। একই সঙ্গে প্রথমবার কোন প্রতিযোগিতার গ্রুপ পর্বে গোল পাননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ।ইউরো কাপের গ্রুপ পর্বে এবার গোল নেই পর্তুগাল অধিনায়কে ও।
Discussion about this post