: গতি আর বাউন্সে ভারতকে কাবু করার ছক কষেছিল অস্ট্রেলিয়া ।কিন্তু সেই চালে চেকমেট হয়ে গেলেন পেট কামিংসরাই। পার্থ টেস্টের প্রথম দিনের শেষে সাতজন অজি ব্যাটার ফিরে গিয়েছেন প্যাভিলিয়নে। স্কোর বোর্ডে মাত্র ৬৭ রান তুলে কার্যতর ধুঁকছে অজি ব্রিগেড প্রথম ইনিংসে ভারতকে টপকে যেতে এখন ৮৩ রান চাই মিচেল স্টার্কদের। অস্ট্রেলিয়া পেসারদের দাপটে ভারতের প্রথম ইনিংস মাত্র ১৫০ রানে শেষ হয়ে গিয়েছিল। সর্বোচ্চ ৪১ রান আসে নীতিশ রেড্ডির ব্যাট থেকে। একাই চার উইকেট তুলে নিয়ে ভারতের টপ অর্ডারে ধাক্কা দেন যশ হ্যাজেলউড। ২টি করে উইকেট যায় বাকি তিন অজি পেসারের ঝুলিতে। সবমিলিয়ে পার্থের গতি ও বাউন্সে ভারতকে ধরাশায়ী করার পরিকল্পনা সফল হয় অস্ট্রেলিয়ানদের। কিন্তু নিজেদের অস্ত্রই অস্ট্রেলিয়া কে পাল্টা মার দিল ভারত অধিনায়ক জশপ্রীত বুমরার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দুরন্ত বোলিং করলেন মোহাম্মদ সিরাজ এবং এদিন প্রথম টেস্ট খেলতে নামা হর্ষিত রানা। তিনজন মিলে ২৭ ওভার বল করেন। তাতেই তুলে নিয়েছেন বিপক্ষের ৭ উইকেট। কুড়িয়ান ও টপ্পাতে পারেনি অস্ট্রেলিয়া কোন ব্যাটার। ভারতীয় বোলারদের মধ্যে যদি সবচেয়ে সফল জশপ্রীত বুমেরা। ১০ ওভার বল করে চার উইকেট পেয়েছেন তিনি। দুটি উইকেট পেয়েছেন সিরাজ ।জীবনের প্রথম টেস্ট খেলতে নেমে ভারতের ত্রাস ট্রাভিসের উইকেট তুলে দিয়েছেন হর্ষিত রানা ।ইতিহাস বলছে ভারতের বিরুদ্ধে টেস্টের এক ইনিংসে অস্ট্রেলিয়া সর্বনিম্ন রান ৮৩। সেই লজ্জার নজির এড়াতেে এখনও ১৬রান দরকার কামিন্সদের। প্রথম ইনিংসে ভারতের রান টপকাতে ৮৩ রান চাই অস্ট্রেলিয়ার।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post