Details তিনি ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি। দীর্ঘদিন জাতীয় দলের নেতৃত্বের দায়িত্ব সামলেছেন । আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর এখনও আইপিএলে দাপটের সঙ্গে খেলে চলেছেন মহেন্দ্র সিং ধোনি। এবার তাঁর কাঁধে আরো বড় দায়িত্ব। আসন্ন ঝাড়খন্ড নির্বাচনে ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক কে নির্বাচনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছে জাতীয় নির্বাচন কমিশন। শুক্রবার সেই বিষয়ে জানিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্য নির্বাচন আধিকারিক কে রবি কুমার। সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন ,”মহেন্দ্র সিং ধোনি তার ছবি ব্যবহারের জন্য নির্বাচন কমিশনকে অনুমতি দিয়েছেন ভোটদানের জন্য মানুষকে সচেতন ও উৎসাহিত করার জন্য তিনি কাজ করবেন”। ভবিষ্যতে এই প্রচারমূলক কাজ কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে ভারতের প্রাক্তন ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ রাখছেন রাখছে নির্বাচন কমিশন। যুব সমাজের মধ্যে ধোনির জনপ্রিয়তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে মনে করছে ওয়াকিবহাল মহল যাতে নতুন প্রজন্ম আরও বেশি করে ভোট দিতে আসেন। এর আগেও নির্বাচন কমিশন ক্রীড়াবিদদের সচেতনতা প্রসারে মুখ হিসাবে তুলে ধরেছে। সেটা কখনো জাতীয় স্তর কখনো বা রাজ্য স্তুরে। ২০২৩ এ খোদ ‘ক্রিকেট ঈশ্বর ‘ শচীন টেন্ডুলকার কে ন্যাশনাল আইকন হিসেবে বেছে নিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। লোকসভা নির্বাচনের সময় সচিন কে দেশজুড়ে ভোটদানের সচেতনতা প্রচারে ব্যবহার করতে দেখা যায়। এছাড়া লোকসভা নির্বাচনকে মাথায় রেখে পাঞ্জাবের নির্বাচনী অফিসারের অফিস থেকে টেস্ট আইকন হিসেবে বেছে নেওয়া হয়েছিল ক্রিকেটার শুভমান গিলকে। ১৩ এবং ২০ শে নভেম্বর দুই দফা নির্বাচন হতে চলেছে ঝাড়খণ্ডে। ২৩ শে নভেম্বর গণনা, প্রথম দফার ভোট হবে ৪৩ টি বিধানসভা কেন্দ্রে। দ্বিতীয় দফায় ২০ নভেম্বর ঝাড়খণ্ডের ৩৮ টি বিধানসভা আসনে ভোটগ্রহণ। পাশাপাশি ২০ নভেম্বর এক দফা তেই মহারাষ্ট্রের ২৮৮ আসনে হবে বিধানসভা নির্বাচন দুই রাজ্যে ভোট গণনা ২৩ নভেম্বর
শেষ ছয়মাসে ভারতীয় ক্রিকেট যে ভাবে সমালোচিত হয়েছে, তার থেকে মুক্তি পেতে, এবং অস্ট্রেলিয়ার মাটিতে সকল সমালোচকদের যোগ্য জবাব দিতে,...
Read more
Discussion about this post