আইপিএলের রিটেনশন নীতি প্রকাশ্য আসার পরেই স্পষ্ট হয়ে গিয়েছিলেন পরের মরসুমে মহেন্দ্র সিং ধোনির আইপিএল খেলা ।নাম ঘোষণা শেষ দিল ধোনি কে চার কোটি টাকায় ‘আনক্যাপড ‘ ক্রিকেটার হিসেবে ধরে রেখেছে চেন্নাই। তিনি পরের বছর চেন্নাইয়ে। জীবনের শেষ ম্যাচটি খেলবেন এমন ই বিশ্বাস জলের প্রধান কর্তার। ধোনি যে পরের বছরই শেষবার আইপিএল খেলবেন তা নিশ্চয়তা নেই ।তবে যতই শেষ ম্যাচ খেলুন এটা ঘরের মাঠেই হবে বলে বিশ্বাস চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথের ।তিনি বলেছেন,” মাহি ভাইকে যতদূর চিনেছি তাতে ও সব নিজের মধ্যেই রাখতে ভালোবাসে। শেষ মুহূর্ত পর্যন্ত কেউ কিছু জানতে পারে না তার সংযোজন চেন্নাই এর প্রতি ধোনির আবেগ ওর প্রতি সমর্থকদের ভালোবাসায় এবং আগের এক সাক্ষাৎকারে চেন্নাইয়ের শেষ ম্যাচ খেলার প্রসঙ্গ উল্লেখ করে বলতে পারি চিপকেই ওর শেষ ম্যাচ খেলার সম্ভাবনা। যতদিন চায় খেলতে পারেন। ধোনির জন্য দরজা সব সময় খোলা ।ওর দায়বদ্ধ থেকে এটুকু বুঝেছি যে সিদ্ধান্ত নেবে ভেবেচিন্তেই নেবে।” অক্টোবরের শেষ দিকে এক অনুষ্ঠানে হাজির হয়ে ধোনি বলেছিলেন যে ক বছর আমার ক্রিকেট জীবন পড়ে রয়েছে তাও উপভোগ করতে চাই। ছোটবেলায় বিকেল চারটের সময় খেলতে যেতাম খুব মজা করতাম সেই সময়টা ।তবে পেশাদার খেলা ধুলায় নামলে ক্রিকেট উপভোগ করাটা বেশ কঠিন পরীক্ষা হয়ে যায়। যে কোন খেলার ক্ষেত্রেই ব্যাপারটা এক তবে আমি এখন ক্রিকেট শুধুই উপভোগ করতে চাই,”।ধোনি আরো বলেছিলেন ,”আড়াই মাসের আইপিএল যাতে খেলতে পারি তার জন্য আমাকে নয় মাস ফিট থাকতে হয়। তাই পরিকল্পনায় করতেই হয় ।একই সময়ে নিজেকে শান্ত রাখাও দরকার”।
আগামী 22 শে নভেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের আগে তারকা ভারতীয় ব্যাটার বিরাট কোহলির চারপাশে প্রচুর ভক্তের ভীড়৷ বিরাট...
Read more
Discussion about this post