আবারও ডুরান্ড কাপ জয়ের হাতছানি মোহনবাগানের সামনে। গতবারের মতো এবারও দুরন্ত ফর্মের সবুজ মেরুন ব্রিগেড। পাঞ্জাব এফসি-কে হারিয়ে সেমিফাইনালে উঠেছে মোহনবাগান ।মঙ্গলবার বাগানের সামনে সুনীল ছেত্রীদের বেঙ্গালুরু এফসি। পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার অভাবে কলকাতায় ডুরান্ড কাপে ডার্বি বাতিল হয়ে যায়, যা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন দুই প্রধানের সমর্থকরা। তিলোত্তমার বিচারের সঙ্গে ডার্বি-বাতিলের সিদ্ধান্ত সমর্থকদের বিক্ষোভের মাত্রা বাড়িয়ে দেয় কয়েকগুণ। পরিস্থিতির বিচারে শহরের বাইরে অন্য রাজ্যে গিয়ে কোয়ার্টার ফাইনাল খেলতে হয় দুই প্রধানকে। বিক্ষোভের আগুন ধিকিধিকি চলছে এই শহরে। এইসবের মাঝে মঙ্গলবার বিকেলে মেগা সেমিফাইনাল।ডুরান্ড ট্রফি নিজেদের দখলে রেখে দিতে বদ্ধপরিকর দিমিত্রি পেত্রাতোসরা। পাঞ্জাব এফসি বিরুদ্ধে দুবার এগিয়ে থেকেও একটা সময় পিছিয়ে পড়ে মোহনবাগান। শেষ পর্যন্ত টাইব্রেকারে জিতে সেমিফাইনালে পৌঁছান বিশাল কায়িথরা। বাগান ফুটবলারদের কাছে প্রত্যাশা তুঙ্গে সমর্থকদের ।
সেমিফাইনালে নেই জেমি মেকলারেন আর কে আশিক। ম্যাচের আগের দিন জানিয়ে দিলেন মোহনবাগান কোচ হোসে মোলিনা । বিপক্ষের দলে সুনীল ছেত্রী ,জর্জে পেরেরা দিয়াজের মতো ফুটবলাররা থাকলেও মলিনা অতিরিক্ত ভাবতে চাননা। মুখে বলেছেন খেলা হবে এগারো বনাম এগারোর। তবে বাগান রক্ষণকে যে বাড়তি সতর্ক থাকতে হবে তা বলার অপেক্ষা রাখে না। পাঞ্জাবের বিরুদ্ধে মোলিনার দল গঠন নিয়ে প্রশ্ন উঠেছিল। সেমিফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক দল সাজানোর ছক কষছেন মোহনবাগানের স্প্যানিশ কোচ। পেত্রাতোস,কামিংস, স্টুয়ার্টরা আত্মবিশ্বাসে ভরপুর । মনবীর, অনিরুদ্ধ থাপা, লিস্টন কোলাসোরাও মুখিয়ে আছেন যুবভারতীতে ব্যাঙ্গালুরুকে হারাতে। ঘরের মাঠে খেলার সুবিধা কাজে লাগাতে চান মোলিনা ।বাগান কোচ বলেই দিচ্ছেন সমর্থক টাই মোহনবাগানের ইউএসপি।
Discussion about this post