আই এস এল ইস্টবেঙ্গলের খারাপ সময় চলছে। ১৯শে অক্টোবর মোহনবাগানের বিরুদ্ধে রয়েছে ডার্বি ম্যাচ । তার আগে সমর্থকরা কিছুটা স্বস্তি পেতে পারেন যদি তাদের রিজার্ভ টিম কলকাতা প্রিমিয়ার ডিভিশন খেতাব জিততে পারে। কলকাতা লীগের দাবিদার দুইটি ইস্টবেঙ্গল এবং ডায়মন্ড হারবার এফ সি। দুটি দলের একটি করে ম্যাচ বাকি। ইস্টবেঙ্গলের বাকি ভবানীপুর ও ডায়মন্ড হারবারের সঙ্গে। অন্য দিকে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলার পর ডায়মন্ড হারবারের শেষ ম্যাচ মহামেডানের সঙ্গে। ডায়মন্ড হারবার আইলীগ থ্রি তে খেলার জন্য কলকাতা লিগের ম্যাচগুলি শেষ করা যায়নি। ইস্ট বেঙ্গল ১৫ ম্যাচে ৪১ পয়েন্ট পেয়েছে। ডায়মন্ড হারবার এর পয়েন্ট সমান সংখ্যক ম্যাচে ৩৯। অর্থাৎ কিনা চ্যাম্পিয়ন হতে ভবানীপুরের বিরুদ্ধে জেতার পরে ইস্টবেঙ্গল কে ড্র করতে হবে ডায়মন্ড হারবারের বিরুদ্ধে। আবার ডায়মন্ড হারবারকে ইস্টবেঙ্গলের পরে মোহামেডান কেও হারাতে হবে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। আই এফ এ আগে ঘোষণা করেছিল কলকাতা লিগ তারা সেপ্টেম্বরের মধ্যে শেষ করে দেবে। ভবানীপুর সে অনুযায়ী তাদের সব ফুটবলার ও কোচের সঙ্গে চুক্তি করেছিল সেপ্টেম্বর পর্যন্ত।লীগ সেপ্টেম্বরের শেষ না হওয়ায় এই টিমের ফুটবলার ও কোচের দায়িত্ব শেষ হয়ে গিয়েছে। ভবানীপুরের চ্যাম্পিয়ন হওয়ারও আর কোন আশা নেই। লিগ টেবিলে তারা তিন নম্বরে থাকা পাকা করে ফেলেছে। এই অবস্থায় শুধু ইস্টবেঙ্গল ম্যাচটা খেলার জন্য ১৮ জনের টিম বানাতে ও কোচিং স্টাফদের নিয়ে প্র্যাকটিস শুরু করতে গেলে বাড়তি পঁচিশ লক্ষ টাকা খরচ। তাই ভবানীপুর খেলবে না ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। যা লিগ খেতাব জয়ে বাড়তি সুবিধা করে দিচ্ছে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post