রবিবার সন্ধ্যায় ইউরো কাপের ডি গ্রুপের ম্যাচে দুই প্রবল শক্তিধর দেশ নেদারল্যান্ড এবং পোল্যান্ড খেলতে নেমেছিল। ম্যাচটি যখন প্রায় ড্রয়ের দিকে এগোচ্ছে, তখনই একটা চমক দিলেন নেদারল্যান্ডের কোচ রোনাল্ড কুম্যান। তিনি ম্যাচের ৮১ মিনিটে মাঠে নামালেন ৩১ বছর বয়সী স্ট্রাইকার উট ভেগহর্ষ্টকে (WOUT WEGHORST)। আর মাঠে নামার ২ মিনিটের মধ্যে দুরন্ত গোল করে নেদারল্যান্ডকে জিতিয়ে মাঠ ছাড়লেন এই সুপার সাব। একসময় ইংলিশ প্রিমিয়ার লিগের দল বার্নলে এফসির হয়ে খেলা ভেগহর্ষ্ট শেষ নয়টি গোলের সাতটিই করলেন পরিবর্ত হিসেবে নেমে। তুরস্কের সাথে ফ্রেন্ডলি ম্যাচে চোট পেয়ে লেয়নডস্কি ছিটকে যাওয়ায় পোল্যান্ডের বিরুদ্ধে নেদারল্যান্ডসকেই এগিয়ে রেখেছিল ফুটবল পন্ডিতরা। খেলা শুরু হওয়ার ১৬মিনিটের এর মধ্যেই অ্যাডাম বুকসার গোলে পোল্যান্ড ১-০ গোলে এগিয়ে যাওয়ায় বিস্মিত হয়ে যান ফুটবলপ্রেমীরা। পিয়ত্রে জেলিনস্কির কর্নারে মাথা ছুঁইয়ে বুকসা গোল করেন। মজার বিষয় হল, রবার্ড লেয়নডস্কি চোট পেয়ে ছিটকে না গেলে তিনি হয়ত প্রথম একাদশে জায়গায় পেতেন না। পোল্যান্ডের জার্সিতে প্রথমবার সর্বোচ্চ পর্যায়ে প্রতিযোগিতায় নেমেই গোল করলেন বুকসা।
গোল খেয়ে পিছিয়ে পড়ার পরেই আক্রমণের ঝাঁজ কয়েকগুন বেড়ে যায় ডাচদের। একাধিক গোলের সুযোগ পেয়েও সদ্ব্যবহার করতে পারেনি গাপকো, ভার্জিল ভ্যান ডাইকরা। ২৯ মিনিটে গাপকোই অবশ্য স্বস্তি ফেরান ডাচ শিবিরে। নাথান একের পাশ থেকে নেওয়া লিভারপুলের তারকার শট পোল্যান্ড ডিফেন্ডার ইয়ং বেদনারেকের পায়ে লেগে দিক পরিবর্তন করে গোলে ঢুকে যায়। দ্বিতীয়ার্ধেও নেদারল্যান্ড সমানভাবে আক্রমণ করে যেতে থাকে। দ্বিতীয়ার্ধে রক্ষণ মজবুত করে খেলার উপর জোর দিয়েছিলেন পোল্যান্ডের ফুটবলাররা। আর অপেক্ষা করছিলেন প্রতি আক্রমণের গোল করার। ৬৫ শতাংশ ম্যাচের দখল ছিল নেদারল্যান্ডের। পুরো ম্যাচে গাপকোরা মোট পাস করেছেন ৫৭৯টি। অপরদিকে পোল্যান্ড ফুটবলারদের নির্ভুল পাস ছিল ২২৬টি। ম্যাচের ৮১ মিনিটে ডাচ কোচ কোমান সেরা চাল দিলেন। দিপাইকে তুলে নিয়ে ভেগহার্ষ্টকে নামিয়ে দিলেন মরিয়া কোচ। আর মাঠে মামার দু মিনিটের মধ্যেই ম্যাচের রং বদলে দিলেন ম্যানচেস্টার ইউনাইটেড থেকে লোনে জার্মান ক্লাব হফেনহাইমে যাওয়া এই স্ট্রাইকার। বিপক্ষ ডিফেন্ডারদের চক্রব্যূহ ভেঙে বেরিয়ে বাঁ পায়ের নিখুত সটে ২-১ করলেন। বি গ্রুপে পোল্যান্ড ছাড়াও রয়েছে ফ্রান্স ও অস্ট্রিয়া। পরের ম্যাচ অস্ট্রেয়ার বিরুদ্ধে । ভেগহার্ষ্টক বলেছেন পোল্যান্ডের বিরুদ্ধে শুরু থেকে আধিপত্য ছিল আমাদেরই ।ছয় সাতটি গোলের সুযোগও তৈরি করেছিলাম যদিও গোল হয়নি। তাই আমাদের আরো নিখুঁত হতে হবে।
Discussion about this post