গ্রুপ পর্বের লড়াই শেষ। আগামী শনিবার থেকে শুরু হচ্ছে ইউরোপ সেরা বাছাইয়ের শেষ ষোলোর পর্ব। জার্মানি ,ইতালি, স্পেন, ফ্রান্স, পর্তুগাল বড় দলগুলি উঠলেও গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে ক্রোয়েশিয়া, নেদারল্যান্ডসের মতো হেভিওয়েট দেশ। অন্যদিকে স্লোভানিয়া ,জর্জিয়া প্রথমবারের মতো খেলবে শেষ ষোলোয়। শেষ ষোলোয় সবচেয়ে উত্তেজক হতে চলেছে ফ্রান্স বনাম বেলজিয়াম ম্যাচ। ২০১৮ সালের বিশ্বকাপ ফ্রান্সের মুখোমুখি হবে লুকাকুদের বেলজিয়াম। গ্রুপ ‘ডি’র দ্বিতীয় দল হিসেবে পরের পর্বে গিয়েছে কিলিয়ান এমবাপেরা ।তিন ম্যাচে ফ্রান্সের হয়ে একমাত্র গোলের খাতায় নাম তুলেছে এমবাপে । দলের ছন্দহীনতার চিন্তায় রেখেছে কোচ দিদিয়ের দেশকে। বেলজিয়ামের হয়ে তিনটি ম্যাচে একাধিক সুযোগ নষ্ট করেছেন লুকাকু।
সোমবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা খেলবেন নকআউটে প্রথম ম্যাচ নকআউট প্রথমবার ওঠা স্লোগানিয়া বিরুদ্ধে। তবে শেষ ম্যাচে জর্জিয়ার বিরুদ্ধে হার রোনাল্ডোদের চাপে রাখবে। তারুণ্যে ভরপুর স্পেনের সামনেও বাধা হতে চলেছে দুর্দান্ত জর্জিয়া। তাদের ফরোয়ার্ড মিকাওকাতজে তিনটি গোল করে তালিকায় শীর্ষ রয়েছেন।গোল গোলরক্ষক মামারদাশভিলিও অনবদ্য প্রদর্শন করেছেন। গ্রুপের শীর্ষ স্বাধিকারী জার্মানি মুখোমুখি ভাবে ডেনমার্কের। দুই দলই এখনও পর্যন্ত অপরাজিত। গতবারের ইউরো জয়ী ইতালির সামনেও কঠিন পরীক্ষা সুইজারল্যান্ডের সামনে।
Discussion about this post