চলতি বছর ইউরো কাপে বেশ কয়েকজন তরুণ প্রতিভা নজর কেড়েছেন। ২০২৪ বিশ্বকাপেও তামাম বিশ্ব দেখছে নতুন নতুন তারকাকে জন্ম নিতে। আর এই কথা সত্যি যে বিশ্বকাপ, ইউরো কাপ, কোপা আমেরিকার মতো বড় টুর্নামেন্টেই তারকারা আত্মপ্রকাশ করেন। সে ২০০৪ সালের রোনাল্ডো হোক বা ২০২৪ সালে লেমেনি ইয়ামাল। নতুন প্রজন্মের ফুটবলারদের কাছে ইউরো বরাবরই অত্যন্ত প্রিয়। এবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে যেমন নজর করেছেন একাধিক তরুণ ফুটবলার। ফাইনালে তাদের মধ্যে স্পেনের হয়ে খেলবেন মাত্র ষোলো বছরের ইয়ামাল। এছাড়াও এবারের নজর কারা ফুটবল খেলছে জার্মানির মুসিয়ালা তুরস্কের আর্দা গুলাররা।
আগামী কয়েক বছর বিশ্ব ফুটবল যে তরুন তুর্কিরা শাসন করতে চলেছেন সেটা জাতীয় দলের জার্সিতে খেলেই প্রমাণ করে দিয়েছেন তাঁরা। এতদিন রোনাল্ডো মেসিদের নিয়ে ব্যালেন ডি’অর-এর লড়াই চলেছে। কিন্তু তাঁদের জমানা এখন শেষের পথে। কয়েক বছরের মধ্যেই এমবাপে হ্যারি কেনদের সঙ্গে লড়াই দিতে চলেছেন লেমেনি ইয়ামাল,জামাল মুসিয়ালারা।
লেমেনি ইয়ামাল : মাত্র ১৬ বছর বয়সী এই ফুটবলার বিশ্বকাপ ফুটবলকে তাক লাগিয়ে দিয়েছে ।ইউরো সবথেকে কম বয়সী গোল স্কোরার তিনি। সর্বকনিষ্ঠ ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কারও তার আছে। ৬টি ম্যাচে ৪১৮ মিনিট খেলে তাঁর পাস এক্যুরেসি ৮০ শতাংশ ,এখনও পর্যন্ত ১৮ বার গোলের চেষ্টা করেছেন এই বিশ্ময় বালক।
জামাল মুসিয়ালা : জার্মানির এই ফুটবলার প্রতিযোগিতায় গভ ম্যাচ খেললেও ভালোই নজর কেরেছেন এর বিরুদ্ধে ক্ষারের আগে পর্যন্ত নিজেকে উজাড় করে দিয়েছেন বায়ান মিউনিখে খেলা এই মিটিং এবারের পাঁচটি ম্যাচে ৪৩০ মিনিট খেলে করেছেন ৩টি গোল। ৯১ শতাংশ নির্ভুল পাস করেছেন ।
আর্দা গুলার: তুরস্কের এই ১৯বছর বয়সী ফুটবলার ২০ নজর কেড়েছেন ইউরো য়।মজা করে তাকে তুরস্কের মেসি বলেও ডাকা হয়। জর্জিয়ার বিপক্ষে দুরন্ত শটে গোল করে তাক লাগিয়ে দিয়েছিলেন পাঁচটি ম্যাচে ৩৪২ মিনিট খেলে তিনি করেছেন একটি গোল। ৮৮.২ শতাংশ নির্ভুল পাশ করেছে।
কবি মাইনু: ইংল্যান্ডের এই ফুটবলার এবারের অন্যতম সেরা আবিষ্কার। ইংল্যান্ডের হয়ে কোন মেজর প্রতিযোগিতায় সর্বকনিষ্ঠ ফুটবলার হিসাবে সেমিফাইনালে খেলেছেন তিনি ৫ ম্যাচে ৩০০ মিনিট মাঠে থেকেছেন। মাঝ মাঠে ৯৪% নির্ভুল পাসিং করে নজর কেড়েছেন ১৯ বছর বয়সী ফুটবলার।
বার্তা ভারব্রুগেন: নেদারল্যান্ডসের ২১ বছর বয়সী গোলরক্ষক এবারের ইউরো হয়ে বেশ নজর কারেন। ইংল্যান্ড ম্যাচে একাধিক সেফ দিয়েছিলেন। এবারের ৬টি ম্যাচে ৫৪০ মিনিট মাঠে থেকে মোট ১৮ টি সেভ দেন ডাচদের এই নবীন গোলরক্ষক ।ব্রাইটনের এই গোলরক্ষক নজর কেড়েছেন ইউরোপের ফুটবলপ্রেমীদের।
Discussion about this post