২৬ শে ডিসেম্বর থেকে শুরু হলো চতুর্থ টেস্ট অর্থাৎ বক্সিং ডে টেস্ট। মিলবোর্নে একাই সব লাইম লাইট কেড়ে নিলেন স্যাম কনস্টাস। ১৯ বছর বয়সী ক্রিকেটের অভিষেকেই চমকে দিলেন। আগামী অজি তারকা হিসেবে দেখা হচ্ছে ঘরোয়া ক্রিকেট থেকে উঠে আসা টিনেজার কে। টসে জিতে প্যাট কামিংস ব্যাট করা সিদ্ধান্ত নেন ।ওপেন করতে নেমেছিলেন ১৯ বছরের কনস্টাস ও উসমান খোয়াজা ।সব লাইমলাইট শুরুতেই কেড়ে নিলেন অভিষেককারী টিনেজার কনস্টাস ।তার আত্মবিশ্বাস দেখে বাইশ গজের মাথা ঘুরে গিয়েছে। খোয়াজাকে সঙ্গে নিয়ে প্রথম উইকেটে অস্ট্রেলিয়া স্কোর বোর্ডে জুড়ে দিলেন ৮৯ রান। জীবনের প্রথম টেস্টে ৬৫বলে ৬০ রানের ঝকঝকে মারকাটারি ইনিংস খেললেন জশপ্রীত বুমরার মত বোলারকে যিনি লয়াপ -স্কুপ, ডিভার্স লয়াপ-স্কুপ মারলেন বলে বলে ।দেখে মনে হচ্ছিল জীবনের প্রথম টেস্ট নয় কম করে তার ১০-২০টি টেস্ট খেলা হয়ে গিয়েছে । কনস্টাস তাঁর দুরন্ত ইনিংসে সাজালেন ছটি চার ও দুটি ছয় মেরে। ব্যাট করলেন ৯২.৩০ স্ট্রাইক রেটে। কনস্টাস ২রা অক্টোবর ২০০৫ সালে জন্মগ্রহণ করেছেন ।১০টি প্রথম শ্রেণীর ম্যাচে ৭১৮ রান করেছেন ৪২.২৩ এর গড়ে। শেফিল্ড শিল্ডে তার স্মরণীয় ডাবল সেঞ্চুরি রয়েছে ।১৯৯৩ সালে রিকি পন্টিংয়ের পর সর্বকনিষ্ঠ খেলোয়াড় কনস্টাস। ধারাবাহিক পারফরমেন্সে নির্বাচকদের মুগ্ধ করে আজ জাতীয় দলের সুযোগ পেলেন ।তরুণ ওপেনারের ভয়ডরহীন মানসিকতাই তার ভবিষ্যতের ইঙ্গিত দিয়েছে ।সিডনি থান্ডারের হয়ে বিগ ব্যাশ লিগে কনস্টাসের অভিষেক হয়েছিল স্মরণীয় ।সেখানে তিনি লিগের ইতিহাসে দ্রুততম হাফ সেঞ্চুরিতে করেছিলেন ।সব সংস্করণে নিজের দক্ষতা দেখিয়েছেন। প্রাক্তন অজি তারকা শেন ওয়াটসনকে কনস্টাস পরামর্শদাতা হিসেবে পেয়েছেন। কনস্টাস শান্ত এবং স্হিতিস্হাপক মানসিকতা গড়ে তুলেছেন। ওয়াটসনের দেখানোর পথেই খেলার প্রতি তাঁর মানসিক মানসিক দৃষ্টিভঙ্গি বদলেছে।কনস্টাস তাঁর আক্রমনাত্মক ক্রিকেটের জন্যই পরিচিত। প্রায়ই বোলারদের উপর ঝাঁপিয়ে পড়েন। হিসেব করে ঝুঁকি নিয়েই আত্মবিশ্বাসকে তুঙ্গে নিয়ে গিয়েছেন। যেকোনো দলের কাছে তিনি আতঙ্ক হয়ে উঠতে পারেন। কনস্টাসের অভিষেক তার অসাধারণ আন্তর্জাতিক কেরিয়ার সূচনা করে দিল।ূ দক্ষতা আত্মবিশ্বাস এবং দৃঢ় মানসিকতা মিশেলে তৈরি কনস্টাস ।ভবিষ্যতে তারকা হয়ে ওঠার সব রসদই মজুদ রয়েছে ।দেখা যাক কনস্টাস এবার কি করেন আগামী দিনে।
ভারতের এই অবস্থার জন্য কাকে দায়ী করা উচিৎ হবে তা বলা মুশকিল। যদি বলা হয় ঘরোয়া ক্রিকেটে ভারতীয় সিনিয়র ক্রিকেটাররা...
Read more
Discussion about this post