এফ সি চ্যালেঞ্জ লিগে কোয়ার্টার ফাইনালে পৌঁছানোর আনন্দ লাল হলুদ সমর্থকরা সঠিকভাবে উদযাপন করতে পারবেন যদি শনিবার ডার্বিতে মহামেডানকে হারানো সম্ভব হয় ।আর শনিবারের ডার্বিতে কোন কারণে ফলাফল অন্যরকম হলে ভুটান থেকে যে সাফল্য পাওয়া গিয়েছিল সেই আনন্দ অনেকটাই ম্লান হয়ে যাবে। এর ফলে এএফসি পূর্ববর্তী আইএসএল ম্যাচ গুলোর ব্যর্থতা ভুলে মহামেডান ম্যাচ থেকে নতুন করে শুরু করতে চাইছে ইস্টবেঙ্গল। আই এস এল লড়াইয়ে একই রকম ভাবে ফিরে আসার জন্য উদগ্রীব হয়ে আছে মহামেডান ও। ইস্টবেঙ্গল যদি আই এস এলের আসরে হারের ডাবল হ্যাটট্রিক করে থাকে তাহলে হারের হ্যাটট্রিক করেছে মহামেডান….. এই মুহূর্তে আই এস এল এর টেবিলের শেষের দুটি দল হলে তার ঠিক আগেই মোহামেডান অথচ শুরুটা যেভাবে করেছিল ফুটবলাররা তাতে এরকম হাল হওয়ার কথাই ছিল না। মহামেডান কোচ চের্নিশভ ঘুরে দাঁড়ানোর জন্য বেছে নিয়েছেন শনিবারের ইস্টবেঙ্গল ম্যাচটি। মাঠেরমধ্যে ফুটবলারদের নিয়ে নিজের মতো করে স্ট্রাটেজি সাজিয়েছেন কোচ চেরনিশভ। আর মাঠের বাইরে কর্তা চেষ্টা চালিয়ে যাচ্ছেন মানসিকভাবে ফুটবলারদের উদ্বুদ্ধ করতে। যে কারণে বিশ্বকাপ জয় ক্রিকেটার সন্দীপ পাতিল এবং ময়দানের প্রাক্তন জাতীয় ফুটবলার সাবির আলীকে ম্যাচের আগের দিন রাতে টিম হোটেলে নিয়ে এসেছিলেন শ্রাচী কর্তারা। ভিন্ন ডিসিপ্লিন হলেও জাতীয় দলের প্রাক্তন ২ ক্রীড়াবিদ নানা রকম উদ্বুদ্ধ করার মতন কথা বলে পুরো মহামেডান দলটাকে ইস্টবেঙ্গল ম্যাচ জেতার জন্য উদ্বুদ্ধ করলেন। যেটাকে আগে বলা হতো ‘ভোকাল টনিক’।
পাঁচবারের বিশ্বকাপ জয়ী দল !যে রেকর্ডার বিশ্বের কোন দলের নেই ,সেই সেলকাদের সোনালি দিন, আজ অতীত, ব্রাজিল যেন আজ ধু৺কছে!...
Read more
Discussion about this post