: অবসর নেওয়ার পর অনেক ক্রীড়াবিদই যুক্ত হন অন্য খেলার সঙ্গে। ফুটবলারদের মধ্যে এমন ঘটনা প্রায়ই দেখা যায়। কেউ খেলছেন গলফ তো কেউ আবার পেশাদার বক্সিং । এবার সেই তালিকায় নাম লেখালেন দিয়াগো ফোরলান। উরুগুয়ের প্রাক্তন ফুটবল তারকা এখন পেশাদার টেনিস খেলোয়াড়। ২০১০ বিশ্বকাপে স্বপ্নের ফুটবল উপহার দিয়েছিলেন ফোরলান। টুর্নামেন্টের সেরা ফুটবলার হয়ে গোল্ডেন বল জিতেছিলেন । পরে ভারতের মুম্বাই এফসির হয়েও খেলেছেন। অ্যাথলেটিকো মাদ্রিদ ,ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলা তারকাকে এই প্রজন্মের অন্যতম সেরা ফুটবলার হিসেবে ধরা হয় । ফোরলান অবসর নিয়েছেন ২০১৯ সালে ।এবার টেনিস কোর্টে পেশাদারভাবে শুরু হবে তাঁর নতুন অভিযান। ৪৫ বছর বয়সী তারকার টেনিসের প্রতি টান ছিল ছোটবেলা থেকেই । গত বছর থেকে টেনিস খেলা শুরুও করেন ।নভেম্বরে উরুগুয়ে ওপেন টেনিস টুর্নামেন্ট খেলবেন ফোরলান। তবে সিঙ্গেলস নয় নামবেন ডাবলসে ।টুর্নামেন্টের আয়োজকদের তরফ থেকে ইতিমধ্যে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। তার সঙ্গী হবেন আর্জেন্টিনার ফেডারিকো কোরেয়া। টুর্নামেন্টটি চলবে ১১ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post