গুজরাটের জামনগর এর নতুন মহারাজ হলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অজয় জাদেজা। বর্তমান রাজা শত্রুশল্যসিং জাদেজা নিজের উত্তরসূরী হিসেবে অজয় জাদেজাকে বেছে নিয়েছেন। রাজা হওয়ার প্রস্তাব গ্রহণ করেছেন অজয় জাদেজা নিজে। শনিবার অর্থাৎ দুর্গাপুজোর দশমীর দিন জাদেজা নতুন ভূমিকা পেলেন।। ৫৩ বছর বয়সী জাদেজাকে জামনগরের জামসাহেব হিসেবে ঘোষণা করা হয়েছে ।যেটির অর্থ তিনি হচ্ছেন মহারাজ ।অজয় জাদেজা ক্রিকেট পরিবার থেকে উঠে এসেছেন । তাঁর ঠাকুরদার কাকা রঞ্জিত সিং এবং ঠাকুরদার ভাই দিলীপ সিং জাদেজা প্রাক্তন ক্রিকেটার। এবং দুজনেই জামনগরের জাম সাহেব ছিলেন তাদের নামে ভারতীয় ক্রিকেটের ট্রফি রয়েছে রঞ্জিত সিং এর নামে রয়েছে রণজিৎ ট্রফি ,দিলীপ সিং এর নামে রয়েছে দলীপ ট্রফি। অজয় জাদেজার কাকা শত্রুশল্য সিংহের কোন সন্তান নেই। তিনি একজন নেপালিকে বিয়ে করেন। সেই বিয়ে বেশি দিন না টেকায় তিনি আর বিয়ে করেননি। অন্যদিকে অজয় যার বাবা দৌলত সিং রাজত্বের দিকে পা বাড়ান নি। বদলে তিনি রাজনীতিতে পা বাড়ান। তিনি জামনগর থেকে তিনবারের সাংসদ হন। পোল্যান্ড সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওয়ালপে একটি মেমোরিয়াল অজয় জাদেজার ঠাকুরদা দ্বিগবিজয় সিং এর নামে উৎসর্গ করে দেন ।তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ৬০০জন পোলিশকে আশ্রয় দিয়েছিলেন। অজয় জাদেজা অবশ্য রাজনীতিতে পা দিয়েছিলেন। এখন তিনি রাজনীতি থেকে দূরে থেকে ক্রিকেটে ধারাভাষ্যের সঙ্গে যুক্ত। কত বছর ওডিআই বিশ্বকাপের সময় তিনি আফগানিস্তান দলের মেন্টর হিসেবে কাজ করেছিলেন। তার হাত ধরেই আফগানিস্তান দল বিশ্বকাপে দাপটে পারফরম্যান্স করে।
: চলতি বর্ডার অবস্থায় ট্রফির পাঁচ ম্যাচের সিরিজের ফল এখন ১- ১। বৃষ্টিবিঘ্নিত ব্রিসবেনে তৃতীয় টেস্ট ড্র হয়ে গিয়েছে। আগামী...
Read more
Discussion about this post