শনিবারে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে জয় পেয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট দল। প্রথমে এগিয়ে গিয়েও পরে পিছিয়ে পড়েছিল দল। কিন্তু ম্যাচের শেষ লগ্নে মলিনার মাস্টার্সস্ট্রোকেই মোহনবাগান দল ম্যাচ থেকে ৩ পয়েন্ট বের করে নেয় এবং আই এস এল এর পয়েন্ট তালিকায় মেয়েদের শীর্ষস্থান বজায় রাখে ২৬ পয়েন্ট নিয়ে। শনিবার মোহন বাগান বনাম কেরল ব্রাস্টার্সের এই ম্যাচ দেখতে সল্টলেক স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন মোহনবাগানের বিনিয়োগকারী সংস্থার কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। চলতি বছরে এটাই ছিল মোহনবানের শেষ হোম ম্যাচ। এরপর এফসি গোয়ার সঙ্গে ম্যাচ রয়েছে ফতোরদা স্টেডিয়ামে। তারপরেও রয়েছে আরেকটি অ্যাওয়ে ম্যাচ ।দলের দুরন্ত কাম ব্যাকে জয় দেখে আহ্লাদে আটখানা হয়ে সমর্থকদের নতুন বছরের উপহার দিলেন গোয়েঙ্কা বাবু। ২৬ শে ডিসেম্বর পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচ রয়েছে বাইরে, ২রা জানুয়ারি নতুন বছরে সল্টলেক স্টেডিয়ামে হায়দ্রাবাদ এর সেই সঙ্গে খেলবে মোহনবাগান । ম্যাচের টিকিট ফ্রি করে দিলেন সুপার জয়েন্ট এর বিনিয়োগকারী সংস্থার কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। জানালেন মোহনবাগান সমর্থকদের সেদিনের টিকিট কিনতে হবে না টাকা টাকা দিয়ে, এটাই তাঁর তরফ থেকে সমর্থকদের উপহার। আগেই মোহনবাগান সমর্থকদের এই ধরনের উপহার দিতে দেখা গেছে সঞ্জীব গোয়েঙ্কাকে ।কয়েক বছর আগে যখন মোহনবাগান আইএসএল নক আউট চ্যাম্পিয়ন হয়েছিল তখন আনন্দে মোহনবানের নামের আগে থেকে এটিকে সরিয়ে নেন তিনি। এবার ফের একবার মোহনবাগান সমর্থকদের উপহার দিয়ে সজীব গোয়েঙ্কা বুঝিয়ে দিতে চাইলেন আমি তোমাদেরই লোক
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post