রোহিত শর্মায় ভুলে যাওয়ার সমস্যা রয়েছে। তাই তাকে ‘গজনি’ বলে সম্বোধন করলেন সতীর্থেরা। টিটোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের কিছু ক্রিকেটার একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিল সেখানেই রোহিতকে নিয়ে মজা করেন সতীর্থেরা। কৌতিক শিল্পী কপিল শর্মার একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রোহিতরা। সেখানে কপিল জিজ্ঞেস করেন,” টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর সবচেয়ে বেশি পার্টি কে করেছিল?” উত্তরের রোহিত বলেন ,”আমি বারবার ওদের বলেছিলাম, এই সুযোগ আর পাবে না। তাই প্রতিটা মুহূর্ত উপভোগ করতে বলেছিলাম “।সেই সময় পাশ থেকে সূর্য কুমার যাদব বলেন, “ফোনে এত ভালোভাবে যদিও রোহিত কথাগুলো বলেনি তবুও ঠিক আছে মেনে নিলাম’। এরপরেই অর্চনা পুরন সিং জিজ্ঞাসা করেন, দলের গজনি কে ?আমির খান অভিনীত গজনি সিনেমা এই চরিত্রটিকে দেখা গিয়েছিল সব ভুলে যেতে ।সেই কারণেই সারা শরীরে লিখেে রাখতে সে। অর্চনা জানতে চেয়েছিলেন দলের মধ্যে কে সবচেয়ে বেশি ভুলে যায়। প্রশ্ন শুনে হেসে ফেলেন রোহিত। বুঝতে পেরেছিলেন আঙুলটা তার দিকেই উঠবে । শিভম দুবে বলেন,টসের সময় ভুলে যায় কয়েনের কোনটা হেড আর কোনটা টেল “।সূর্য কুমারের সংযোজন “শুধু নাম নয় ,ওতো কয়েন টাই ভুলে যায়”।
ভারতের এই অবস্থার জন্য কাকে দায়ী করা উচিৎ হবে তা বলা মুশকিল। যদি বলা হয় ঘরোয়া ক্রিকেটে ভারতীয় সিনিয়র ক্রিকেটাররা...
Read more
Discussion about this post