আইপিএল টুর্নামেন্টের দশ বছর পর আবারও কলকাতার নাইট রাইডার্স সাফলের মুখ দেখেছে। এই সাফল্যের পিছনে গৌতম গম্ভীরের অবদান রয়েছে তা কখনোই অস্বীকার করা যায় না। তবে কেকেআর ব্রিগেডের মেন্টরের দায়িত্ব তাকে কার্যত বাধ্য হয়েই ছাড়তে হয়েছে ।সম্প্রতি ভারতীয় ক্রিকেট দলের কোচ নির্বাচন করা হয়েছে গৌতম গম্ভীর কে। ফলে তিনি আর কেকেআরের কোর্স থাকতে পারছেন না কিন্তু একজন খেলোয়াড় হিসেবে এবং একদম কোচ হিসেবে তিনি যে সমর্থন, যে ভালোবাসা পেয়েছেন কেকেআর সমর্থকদের কাছে । তা কখনো ভোলার নয়। সম্প্রতি দিনই কলকাতায় এসেছিলেন এবং একটি ভিডিও করেন কেকেআর ভক্তদের উদ্দেশ্যে।
শ্রীলঙ্কা শহরের জন্য ভারতীয় দল ঘোষণা রাগে গম্ভীর ইনস্টাগ্রামে কেকেআর ভক্তদের জন্য বিশেষ বার্তা দিয়ে তার নতুন সফরের পাশে থাকার আহ্বান জানিয়েছেন কলকাতা কেকেআর তার হৃদয়ের কতটা কাছাকাছি তা তুলে ধরতে আর বার্তায় বলেছেন,”তোমাদের খুশিতে আমরা খুশি ।তোমাদের দুঃখে আমার দুঃখ ।তোমাদের জয় আমার জিত, তোমাদের হারে আমার হার। আমরা একসাথে এক স্বপ্ন দেখি। আমরা একসাথে অর্জন করি। আমাদের বিশ্বাস এক এবং আমরা তা একসাথে বাস্তবায়িত করি ।আমি তুমি কলকাতা ।আমি তোমাদেরই একজন”।
Discussion about this post