আইসিসি সাম্প্রতিক টেস্ট ব্যাটারদের যে ক্রম তালিকা প্রকাশ করেছে সেখানে দেখা যাচ্ছে জো রুটকে দুইয়ে নামিয়ে, একে উঠে এলেন হ্যারি ব্রুক। জীবনের প্রথমবার বিশ্বের এক নম্বর ব্যাটার হওয়ার স্বাদ ভিলেন দুরন্ত ফর্মে থাকা বছর ২৫ এর ক্রিকেটার।ব্রুক ৮৯৮ রেটিং পয়েন্ট নিয়ে এসো সচিন টেন্ডুলকারকে স্পর্শ করেছেন। টেস্ট ব্যাটারদের জন্য সর্বকালের ৩৪ তম সর্বোচ্চ রেটিং এটি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দুই টেস্টের পর রুটের থেকে মাত্র এক পয়েন্টে এগিয়ে এই তরুণ তুর্কি। রুটের রেটিং পয়েন্ট ৮৯৭। টেস্ট ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের জন্য পুরস্কৃত হয়েছেন ব্রুক। ২৩ টি টেস্টে৬১.৬২ গড়ে ২২৮০ রান করেছেন তিনি। রয়েছে ৮ টি শতরান । চলতি বছর ব্রুক রয়েছেন দারুন ফর্মে। এগারোটি টেস্টে ১০৯৯ রান করে ফেলেছেন তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্টের ক্রায়েস্টচার্চে তিনি ১৭১ রানের ইনিংস খেলেছেন। হ্যামলিন্টনে নিউজিল্যান্ড ইংল্যান্ড এর তৃতীয় টেস্টের পরেই ঠিক হয়ে যাবে ব্রুক না রুট কে একে থেকে শেষ করবেন বছর। অস্ট্রেলিয়ার তারকা ট্রাভিস হেড এখন ৫ নম্বরে এবং দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা এখন ৭ নম্বরে, টেস্টের সেরা ১০ ব্যাটারদের তালিকা এসেছেন। প্রাক্তন ১ নম্বর ব্যাটার মানার্স লাবুশেন এখন১৩ নম্বরে। সেরা দশে ভারতের দুই প্রতিনিধি- ৪এ যশস্বী জয়সওয়াল ও ৯এ ঋষভ পন্থ। যশোস্বী ঋষভের পরে রয়েছে সুভমান ১৭ নম্বর ও বিরাট কোহলি ২০নম্বরে।
পাঁচবারের বিশ্বকাপ জয়ী দল !যে রেকর্ডার বিশ্বের কোন দলের নেই ,সেই সেলকাদের সোনালি দিন, আজ অতীত, ব্রাজিল যেন আজ ধু৺কছে!...
Read more
Discussion about this post