: টি-টোয়েন্টির এক ইনিংসে উঠল প্রায় ৩৫০ রান! আগে টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ রান ছিল ৩১৪। নাইরোবির রুয়ারকা স্পোর্টস ক্লাবের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপের সাব রিজিওনাল আফ্রিকা কোয়ালিফাইয়ারের ম্যাচে গাম্বিয়ার বিরুদ্ধে কার্যত তাণ্ডব চালায় জিম্বাবুয়ের ব্যাটাররা ।সর্বোচ্চ ১৩৩ রান করেন সিকান্দার রাজা। ৪৩ বলের ইনিংসে তিনি মারেন ১৫ টি ছক্কা আর ৭টি বাউন্ডারি ।১৯ বলে ৬২ রানে ইনিংস খেলেন ওপেনার মারুমানি । কুড়ি ওভার শেষে ৩৪৪ রানে থামে জিম্বাবোয়ে। রানের পাহাড় গড়ে একগুচ্ছ নজির স্থাপন করেছে সিকান্দার রাজারা। এর আগে সর্বোচ্চ ৩১৪ রান করেছিল নেপাল মঙ্গোলিয়ার বিরুদ্ধে। তবে টেস্ট খেলিয়ে কোনো দেশই এর আগে টি-টোয়েন্টিতে ৩০০র গণ্ডি পেরতে পারেনি। সর্বোচ্চ ২৯৭ রান করেছিল ভারত চলতি মাসেই বাংলাদেশের বিরুদ্ধে । টেস্ট খেলিয়ে দেশ হিসাবে ৩০০ এর গণ্ডি প্রলয় আফ্রিকার এই দেশটি। গাম্বিয়ার বিরুদ্ধে মাত্র ৩৩ বলে সেঞ্চুরি হাসান রাজা টি-টোয়েন্টি এটি দ্বিতীয় শত রান সবমিলিয়ে ২৭ টি ছক্কা মেরেছেন জিম্বাবুয়ের ব্যাটাররা ।এটাও টি-টোয়েন্টি ইতিহাসের নয়া নজির। অন্যদিকে টি-টোয়েন্টি ম্যাচে সবচেয়ে বেশি রান দেওয়ার লজ্জার রেকর্ড করলেন গাম্বিয়ার মুসা জোবারতে। চার ওভার ৯৩ রান দিয়েছেন তিনি। ৩৪৪ রানের পাহাড় তাড়া করতে গিয়ে মাত্র ৫৪ রানে গুটিয়ে যায় গাম্বিয়া ।২৯০ রানে জিতে যায় জিম্বাবোয়ে। টি২০ ক্রিকেটের ইতিহাসে এটাই সর্বাধিক ব্যবধানে জয়।
রিষভ পন্থ যখন মাঝমাঠে থাকে, তখন কারও পক্ষে গম্ভীর মেজাজে থাকা কঠিন। পার্থে বর্ডার-গাভস্কর ট্রফি শুরুর আগে ভারতীয় ক্রিকেট দলের...
Read more
Discussion about this post