শ্রীলঙ্কা সফরের পর ছুটি কাটিয়ে ১৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ দিয়ে মাঠে ফিরবে ভারতীয় ক্রিকেট দল। ইতিমধ্যেই প্রথম টেস্টের জন্য ১৬ জনের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এর ফাইনালে যোগ্যতা অর্জনের ক্ষেত্রে এই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ ভারতের কাছে। একই সঙ্গে কোচ হিসেবে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট সিরিজ গম্ভীরের ।যা তার কাছে এসিড টেস্ট হতে চলেছে। বিগত কয়েক মাসের মধ্যে মোট ১০টি টেস্ট ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। ফলে প্লেয়ারদের ওয়ার্কলোডের বিষয়টিও মাথায় রাখতে হবে ম্যানেজমেন্ট কে ।
বাংলাদেশ সিরিজের পর রয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের টেস্ট সিরিজ ।তারপর অস্ট্রেলিয়ার সফরের ৫টি টেস্ট খেলবে টিম ইন্ডিয়া। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট হবে চেন্নাইতে। চিপক-এ সাকিবদের বিরুদ্ধে প্রথম একাদশ কেমন হবে তা নিয়ে এখন থেকেই জল্পনা শুরু হয়ে গিয়েছে। ব্যাটিং বোলিং অলরাউন্ডার বিভাগের কম্বিনেশন নিয়ে চলছে জোর চর্চা। এখনো পর্যন্ত ভারতীয় দল সূত্রে যা খবর তাতে ৬ ব্যাটার ৩ স্পিনার ২ পেসারের রণনীতিতেই দল সাজাতে পারেন গৌতম গম্ভীর ,রোহিত শর্মারা । তবে উইকেট কিপার ও দ্বিতীয় স্পিনারকে খেলবে তা নিয়ে রয়েছে জল্পনা। এক ঝলকে দেখে নেওয়া যাক বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ ।রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল ,শুভমান গিল, বিরাট কোহলি ,কে এল রাহুল,ঋষভ পন্থ,রবীন্দ্র জাদেজা রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল /কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা এবং মহাম্মদ সিরাজ।
Discussion about this post