চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে নাটক যেন শেষ হয়ে শেষ হচ্ছে না। হাইব্রিড মডেল একপ্রকার নিশ্চিত হয়ে গেলেও ,তার বিস্তারিত বিবরণ কি রকম হবে তা প্রকাশ্যে আসেনি ।সূচি নিয়েও জলঘোলা অব্যাহত। এবার শুরু নতুন জল্পনা। ওয়ানডে নয়, টি-টোয়েন্টি ফর্ম্যাটে হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি । চর্চায় উঠে আসছে এই নয়া সম্ভাবনা। সাধারণত কোন টুর্নামেন্ট শুরুর অন্তত ১০০ দিন আগে সূচি প্রকাশ করে আইসিসি ।কিন্তু পাকিস্তানের টালবাহনার জন্য এখনো সেটা করা যায়নি। এদিকে ফেব্রুয়ারি মাসের শুরু ৫০ ওভারের এই প্রতিযোগিতা ।নভেম্বর পার করে ডিসেম্বর চলে এসেছে। কিন্তু হাইব্রিড মডেল নিয়ে এখনো ঝুলিয়ে রেখেছে পাক বোর্ড। একাধিক বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্তে আসা যায়নি। আর সেখানেই নয়া জল্পনা একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটের খবর অনুযায়ী , টি-টোয়েন্টি ফরম্যাটে হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি ।যেহেতু সূচি প্রকাশ থেকে অন্যান্য ব্যবস্থাপনা, সব ক্ষেত্রেই ক্রমাগত দেরি হচ্ছে, তাই আইসিসি বাধ্য হতে পারে, ওয়ানডের বদলে এই টুর্নামেন্ট টি-টোয়েন্টিতে নিয়ে যেতে ।তবে পুরো বিষয়টি জল্পনা স্তরে ।যে টুর্নামেন্টের আয়োজন নিয়ে এত শোরগোল তার ফরম্যাট এভাবে আদৌ বদলাবে কিনা, তা স্বাভাবিকভাবেই প্রশ্নের বিষয়। প্রসঙ্গত, পাকভূমে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবেনা বলে স্পষ্ট জানিয়ে দিয়েছিল ভারত। অন্যদিকে হাইব্রিড মডেলের টুর্নামেন্টের আয়োজন করতে পাকিস্তান একেবারেই রাজি ছিল না। কিন্তু আইসিসির লাগাতার চাপে হার মানতে বাধ্য হয়েছিল পিসিবি। দিন কয়েক আগেই জয় শাহ আইসিসির চেয়ারম্যান হিসেবে দুবাইয়ের অফিস পরিদর্শনে যান। তারপরেই শুক্রবার জানা যায় সব পক্ষের সম্মতিতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি খেলা হবে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরশাহীতে। ভারত দুবাইয়ে ম্যাচ খেলবে।
পাঁচবারের বিশ্বকাপ জয়ী দল !যে রেকর্ডার বিশ্বের কোন দলের নেই ,সেই সেলকাদের সোনালি দিন, আজ অতীত, ব্রাজিল যেন আজ ধু৺কছে!...
Read more
Discussion about this post