২০১৬ সালের আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক ।এরপর থেকে বিশ্ব ক্রিকেটের নিজের ছাপ রেখেছেন ।ভারতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার হয়ে উঠেছেন ধীরে ধীরে ।এখন তো জাতীয় দলের অভিজ্ঞ ক্রিক্রেটারদের মধ্যেও একজন হার্দিক পান্ড্য।তবে পুরো সফরটা কখনো মধুর ছিল না এই অলরাউন্ডারের ।জাতীয় দলের খেলা সব সময় বিতর্কে জড়িয়েছিলেন রিয়ালিটি শো তে গিয়ে কিছু মন্তব্য করার জন্য । চোট আঘাত বারবার ক্যারিয়ারে বাধা হয়ে দাঁড়িয়েছে ।এরই মধ্যে আইপিএলে মুম্বাইয়ের ক্যাপ্টেন নির্বাচিত হয়ে নিজেরই ফ্রাঞ্চাইজির ঘরের মাঠে বিদ্রুপের শিকার হতে হয়েছে ।যদিও সেই বঞ্চনার জবাবও দিয়েছেন দেশকে টিটোয়েন্টি বিশ্বকাপ জিতিয়ে। তবে এরই মধ্যে নিজের ব্যক্তিগত জীবনও টালমাটাল হতে হয়েছে। ভালবেসে বিয়ে করেছিলেন বলিউডের কাজ করা সার্বিয়ার অভিনেত্রী নাতাসা স্ট্যানকোভিচকে। কিন্তু চলতি বছরই তাদের ডিভোর্স হয়ে গিয়েছে । এই পরিস্থিতিতে হার্দিকের বেশ কিছুদিন আগে বলা একটা বক্তব্য ফের ভাইরাল হয়,’পরিবারের মানুষগুলো ভালো থাকুক এটাই চাইতাম সব সময় ।আমি হয়তো ক্রিকেটে টাকা না থাকলে আসতাম ও না। পেট্রোল পাম্পে কাজ করতাম সে ক্ষেত্রে ক্রিকেটে আমাকে দেখা যেত না”। টেস্ট ক্রিকেটে বেশি দিন নিজের ক্যারিয়ার টেনে নিয়ে যেতে না পারলেও টি-টোয়েন্টি ও ওয়ানডে ফরম্যাটে জাতীয় দলের অংশ হার্দিক। বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জেতার পর সিরিজ সেরার পুরস্কার হাতে নিয়ে অভিনায়খ সূর্য কুমার যাদব ও কোচ গৌতম গম্ভীরের প্রতি কৃতজ্ঞতা জানালেন অলরাউন্ডার হার্দিক বলেন ,”আমি অধিনায়ক ও কোচ কে ধন্যবাদ জানাতে চাই । ওঁরা যে স্বাধীনতা দিয়েছে তাতে সাফল্য এসেছে গোটা দলে হিসেবে আমরা ভালো পারফর্ম করেছি। আমি খেলাটা সবসময় উপভোগ করি। এমন পরিবেশে নিজের আরও বেশি করে ভালো পারফর্ম করার মনোবল বেড়ে যায়”।
রিষভ পন্থ যখন মাঝমাঠে থাকে, তখন কারও পক্ষে গম্ভীর মেজাজে থাকা কঠিন। পার্থে বর্ডার-গাভস্কর ট্রফি শুরুর আগে ভারতীয় ক্রিকেট দলের...
Read more
Discussion about this post