চেন্নাইয়ের সাড়ে তিন দিনের শেষ হয়েছে খেলা। বাংলাদেশকে প্রথম টেস্টের ২৮০ রানে হারিয়েছে ভারত। এই জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এর পয়েন্ট তালিকায় আরো এগিয়েছে ভারত। অস্ট্রেলিয়া সঙ্গে ব্যবধান আরো বাড়িয়েছে রোহিত শর্মারা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকার শীর্ষই রয়েছে ভারত। ১০ টি টেস্ট খেলে সাতটিতে জিতেছে ভারত হেরেছে দুটি টেস্ট। একটি টেস্ট ড্র হয়েছে। রোহিতের পয়েন্ট ৮৬ । তাঁদের পয়েন্টের শতাংশ ৭১.৬৭। এই পয়েন্টের শতাংশের উপর নির্ভর করে কোন দুই দেশ ফাইনাল খেলবে। দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া ১২ টি টেস্টের মধ্যে আটটিতে জিতেছে। তিনটি হেরেছে ,একটি টেস্ট ড্র হয়েছে ।প্যাট কামিংসদের এর পয়েন্ট ৯০। তাঁদের পয়েন্টে শতাংশ ৬২.৫০। তিন নম্বর নিউজিল্যান্ড । ছয়টি টেস্টের মধ্যে তারা তিনটিতে জিতেছে ও তিনটি হেরেছে তাদের পয়েন্ট ৩৬ । তাঁদের পয়েন্টের শতাংশ ৫০.০০। টেস্ট বিশ্বকাপের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে শ্রীলংকা সাতটি টেস্টের মধ্যে তারা তিনটিতে জিতেছে ও চারটি হেরেছে। শ্রীলঙ্কার পয়েন্ট ৩৬। পয়েন্টের শতাংশ ৪২.৮৬। ৫ নম্বরের রয়েছে ইংল্যান্ড। ১৬টি টেস্টের মধ্যে তারা আটটি জিতেছে ও একটি ড্র করেছে। ইংল্যান্ডের পয়েন্ট ৮১ পয়েন্টে । পয়েন্টেরশতাংশ ৪২. ১৯। ভারতের কাছে হারের পর ষষ্ঠ স্থান রয়েছে বাংলাদেশ সাতটি টেস্টের মধ্যে তারা তিনটি জিতেছে ও চারটি হেরেছে। তাদের পয়েন্ট ৩৩। পয়েন্টে শতাংশ ৩৯ .২৯। সাত নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকা ছুটির মধ্যে দুটি টেস্ট জিতেছে তাদের পয়েন্ট ২৮ এবং পয়েন্টেরশতাংশ ৩৮.৮৯। আট নম্বরে রয়েছে পাকিস্তান। সাতটি টেস্টের মধ্যে তারা দুটি জিতেছে ও পাঁচটি হেরেছে। তাদের পয়েন্ট ১৬ ।পাকিস্থানের পয়েন্টের শতাংশ ১৯.০৫। তালিকা সকলের শেষে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ নটি চেষ্টার মধ্যে তারা একটি জিতেছে ছটি টেস্ট হয়েছে ড্র হয়েছে দুটি টেস্ট। ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ২০। তাদের পয়েন্টের শতাংশ ১৮.৫২।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post