দিল্লির মাটিতে নতুন এক দিনের আভাস দিয়ে গেলে গৌতম গম্ভীর সূর্য কুমারের দল ।যে দল বুঝিয়ে দিচ্ছে তরুণ প্রজন্ম এগিয়ে এসেছে বিরাট কোহলি রোহিত শর্মাদের হাত থেকে টি-টোয়েন্টি ব্যাটন তুলে নেওয়ার জন্য। বাংলাদেশের বিরুদ্ধে একচ্ছত্র শাসন সেই তারুণ্যেরই স্ফুলিঙ্গ ।প্রথম ব্যাট করে ভারত ২২১ তোলার পর বাংলাদেশ ২০ ওভারে করে ৯ উইকেটে ১৩৫। বুধবার প্রথমে ব্যাট করতে নেমে ৫.৩ ওভারে ৪১রানে৩ উইকেট হারায় ভারত ।সেখান থেকে ম্যাচ ধরে নেয় নীতিশ এবং রিঙ্কু সিং। নিজের দ্বিতীয় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেই দুরন্ত ইনিংস খেলে যান নীতিশ।৩৪ বলে ৭৪ রান করে নীতিশ ।মেরেছেন চারটে চার সাতটা ছয়। পিছিয়ে ছিলেন না রিংকু। নাইট রাইডার্স এর এই ফিনিশাদের ব্যাট থেকে পাওয়া গিয়েছে ২৯ বলে ৫৩ রানের ইনিংস।রিঙ্কু। মারেনপাঁচটি ৪ তিনটি ৬। স্পিনারদের বিরুদ্ধে বিধ্বংসী ছিলেন নীতিশ ।উইকেট এর উপর দিয়ে মারা তার স্লগ সুইপগুলো প্রশংসা আদায় করে নিয়েছে বিশেষজ্ঞদের। নিখুঁত সময়জ্ঞানে বলকে মাঠের বাইরে পাঠিয়েছেন নীতিশ। রিংকুর সঙ্গে তার জুটিতে ওঠে ১০৮ রান। নীতিশের পাশাপাশি রিঙ্কু ও তার দাম বাড়াতে চলেছে। বুঝিয়ে দিলেন আসন্ন আইপিএলের তার দাম বাড়তে চলেছে ।কেকেআর যদি রিঙ্কুকে নিলামে তুলে দেয় তাহলে এই বিস্ফোরক ব্যাটসম্যানের দাম ১০ কোটি টাকা ছাড়িয়ে যেতেই পারে। আর রেখে দিলে আর রেখে দিলে ন্যূনতম ১১ কোটি তো হবেই। । অনেকদিন পরে হার্দিক পান্ড্যকে ফিনিশারের ভূমিকা দেখা যাচ্ছে। প্রথম ম্যাচেও রান পেয়েছিলেন ।দ্বিতীয় ম্যাচেও করে ফেললেন ১৯ বলে ৩২।আর এক তরুণ রিয়ান পরাগ ৬বলে ১৫। পরের দিকে শিশির পড়বে এই কারণে আগে ফিল্ডিং নিয়েছিল বাংলাদেশ ।কিন্তু শিশিরের প্রভাব ফেলার আগেই ম্যাচ থেকে হারিয়ে যায় তাঁরা। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। একমাত্র মাহমুদুল্লা ছাড়া কেউ লড়াই করতে পারেনি তার সংগ্রহ ৩৯ বলে ৪১ রান।
পাঁচবারের বিশ্বকাপ জয়ী দল !যে রেকর্ডার বিশ্বের কোন দলের নেই ,সেই সেলকাদের সোনালি দিন, আজ অতীত, ব্রাজিল যেন আজ ধু৺কছে!...
Read more
Discussion about this post