এএফসি এশিয়ান কাপ ২০২৭ এর যোগ্যতা অর্জন পর্বে তৃতীয় রাউন্ডের গ্রুপ বিন্যাস হয়ে গেল। ভারত রয়েছে গ্রুপ সি তে ।দ্বিতীয় রাউন্ডে গ্রুপে ‘এ ‘তে ছিল ভারতীয় দল ।প্রথম দুইদলের মধ্যে শেষ করতে না পারায় সরাসরি যোগ্যতা অর্জন করতে পারেনি ভারত। তৃতীয় রাউন্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে আগামী এশিয়া কাপে খেলার ছাড়পত্র পাবে ভারত। । ভারতকে গ্রুপ সি তে খেলতে হবে হংকং সিঙ্গাপুর এবং বাংলাদেশের বিরুদ্ধে। ২৪ টি দলকে চারটি দলের ছটি গ্রুপে ভাগ করা হয়েছে । ২০২৫ সালের ২৫ মার্চ বাংলাদেশের বিরুদ্ধে হোম ম্যাচ ,১০ই জুন হংকং এর বিরুদ্ধে হোম ম্যাচ, ১৪ই অক্টোবর সিঙ্গাপুরের বিরুদ্ধে আওয়ে ম্যাচ ১৮ নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে এবং ২০২৬ সালের ৩১ শে মার্চ হংকং এর সঙ্গে দেশের মাটিতে খেলবে ভারত। ১২মাসে ছটি করে ম্যাচ খেলতে হবে দেশগুলিকে। দ্বিতীয় রাউন্ডে ভারতের গ্রুপে ছিল কাতার কুয়েত এবং আফগানিস্তান। গ্রুপের প্রথম হয় কাতার দিতে হয় কুয়েত ।ভারতের শেষ করেছিল তৃতীয় স্থানে। আফগানিস্তানের মতই পাঁচ পয়েন্ট পেলেও গোল পার্থক্য ভালো থাকায় তৃতীয় হয়েছিল ভারত। দ্বিতীয় রাউন্ডে ছিল মোট নটি গ্রুপ প্রতি গ্রুপ থেকে দুটি করে মোট ১৮ টি দেশ সরাসরি যোগ্যতা অর্জন করে গিয়েছে বাকি রয়েছে ছয়টি জায়গা, তৃতীয় রাউন্ডের ছটি গ্রুপের চ্যাম্পিয়ন দেশ গুলি প্রতিযোগিতা মূলক খেলার সুযোগ পাবে। অর্থাৎ ২০২৭ সালের প্রতিযোগিতায় খেলার জন্য ভারতের সামনে এটাই শেষ সুযোগ। গত রবিবার ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছেন, বাণিজ্যিক সহযোগীদের সঙ্গে কথা বলে ১৪ ই মার্চ থেকে জাতীয় দলের শিবির শুরু করার পরিকল্পনা রয়েছে ।আই এস এল লিগ পর্বের শেষ ম্যাচের দুদিন পর শিবির শুরু হবে।
Discussion about this post