অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের শেষ চারে উঠল ভারত। আরব আমিরশাহির বিরুদ্ধে ১০ উইকেটে অনায়াসে জয় লাভের পর সেমিফাইনালে ভারতের সামনে এবার শ্রীলংকা। বুধবার ভারতকে জেতানো দুই নায়ক আয়ূষ মাত্রে ও বৈভব সূর্যবংশী। আরব আমিরশাহির বিরুদ্ধে ম্যাচে শুরু থেকেই দাপট দেখান ভারতের বোলিং ব্রিগেড। ৪৪ ওভারে ১৩৭ রানে অলআউট আরব আমিরশাহি। ১৭.১ ওভারে ভারত বিনা উইকেটে ১৪৩ রান করে ম্যাচ জিতে নেয়। ভারতের হয়ে সেরা বোলিং করেন বাংলার যুধাজিৎ গুহ। ৭ওভার বল করে মাত্র ১৫ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। চেতন শর্মা ও হার্দিক রাজ ২টি করে এবং কার্তিকেয় ও আয়ূষ একটি করে উইকেট পান। ব্যাটে বলে সফল আয়ুষ ম্যাচের সেরা। ৫১ বলে ৬৭ রানে নট আউট ইনিংস খেলেন তিনি ।মেরেছেন ৪ টি বাউন্ডারি ৪ টি ওভার বাউন্ডারি। তবে ভারতীয় টিমের আরো বড় প্রাপ্তি ১৩ বছরের বৈভব সূর্যবংশীর সেমিফাইনালের আগে ফর্মে চলে আসা।৪৬ বলে নিজের চেনা মারকুটে স্টাইলে খেলে ৭৬ রানে নট আউট ইনিংস খেলেন বৈভব ।সেই ইনিংসে সাজানো ৩টি বাউন্ডারি ও ৬টি ওভার বাউন্ডারিতে। সবমিলিয়ে জুনিয়র এশিয়া কাপ সেমিফাইনালের আগেই যথেষ্ট ইতিবাচক দেখাচ্ছে ভারতীয় দলকে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post