ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে বিসিসিআই এর মনোভাবও অন্য যে কোন দেশের ক্রিকেটের থেকে অনেক বেশী এগিয়ে ? নাকি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ভারতের ক্রিকেট আবেগে জোয়ার এসে গেছে। যদিও সকলেই বলবেন ভারত বরাবরই ক্রিকেট প্রিয় দেশ যেখানে ক্রিকেটের প্রতি আবেগ সবসময়ই অনেক বেশী। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার দু দিনের মধ্যে যেভাবে পরবর্তী লক্ষ্য ঠিক করে দিলেন বিসিসিআই সচিব জয় শাহ। তাতে প্রশ্ন উঠতেই পারে যে বিশ্বকাপ নিয়ে দল এখনও দেশে ফিরতে পারল না, দেশ এবং পরিবারের সঙ্গে জয়ের আনন্দ এখনও ঠিক করে ভাগ করে নিতে পারলনা সেখানে বোর্ড সচিব এবার চ্যাম্পিয়ন্স ট্রফি কিভাবে জেতা যাবে তার পরিকল্পনা এবং লক্ষ্য ঠিক করে দিচ্ছেন। এই মহূর্তে ভারতীয় দল যে দক্ষতায় নিজেদের নিয়ে গিয়েছে তাতে বিশ্বের যে কোন দলকে হারিয়ে যে কোন ট্রফি জিততেই পারে, তাতে কোন সন্দেহ নেই, ভারতবাসী হিসাবে আমরা চাইব ভারতীয় দল সর্বদাই এই সাফল্য ধরে রেখে ভারতকে বিশ্ব ক্রিকেট মঞ্চে গর্বিত করুক। কিন্তু বোর্ড সচিব যে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার কথা বলছেন তা জিততে হলে তো ভারতকে পাকিস্তানে গিয়ে খেলতে হবে। আর ভারত পাকিস্তানে খেলতে যাওয়ার অনুমতি পেয়েছে কিনা বা পাবে কিনা সেবিষয়ে বোর্ড সচিব বা অন্য কেউ মুখ খোলেননি।
জয় শাহ শুধু বলেছেন ‘‘আমাদের দল যে ভাবে উন্নতি করেছে, তাতে আমাদের পরবর্তী লক্ষ্য হল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা। এই দুই প্রতিযোগিতায় প্রায় একই দল খেলবে। সিনিয়র ক্রিকেটারেরাও থাকবে। ওই দুটো ট্রফি আমরা জিততে চাই।’’ অর্থাৎ রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাডেজা— ভারতীয় দলের তিন সিনিয়র ক্রিকেটার বিশ্বকাপ ফাইনালের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেও, টেস্ট এবং এক দিনের ক্রিকেট খেলবেন। স্বাভাবিক ভাবেই ২০২৫ সালের টেস্ট বিশ্বকাপ ফাইনাল এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁদের পাবে ভারত। সে কথা মাথায় রেখে সম্ভবত তিনি তিন সিনিয়র ক্রিকেটারকে বাড়তি দায়িত্বের কথা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেছেন । কিন্তু পাকিস্তানে ভারত ক্রিকেট দল পাঠাবে কিনা বা এই নিয়ে দেশের স্বরাষ্ট্র মন্ত্রক পাকিস্তানকে কোন শর্ত দিয়ে দল পাঠাবে কিনা সেটা স্পষ্ট নয়। তবে পাকিস্তান চাই যে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অবশ্যই পাকিস্তানে আসুক। এমনও শোনা গিয়েছিল যে পাকিস্তান ভারতের জন্য এক মাঠেই খেলার ব্যবস্থা করতে পারে যাতে ভারতীয় দলকে ঘুরে ঘুরে না খেলতে হয়। এখন দেখার পাকিস্তান চাইলেও ভারত চায় কিনা পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে।
পাকিস্তান বলছে যদি ভারত খেলতে না আসে তা হলেও চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানেই হবে। আইসিসি সেটা আগেই বলে দিয়েছে।”বিসিসিআই এখনও এ ব্যাপারে সরকারি ভাবে কোনও সিদ্ধান্ত ঘোষনা করেনি। বোর্ড সূত্রে খবর, ভারতীয় দলকে পাকিস্তানে না পাঠানোর অবস্থানেই অটল রয়েছেন জয় শাহেরা। বোর্ডের এক কর্তা বলেছেন, ‘‘দ্বিপাক্ষিক সিরিজ়ের কথা ভুলে যান। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেও পাকিস্তানে যাবে না ভারতীয় দল। স্থান পরিবর্তন বা হাইব্রিড মডেল— যে ভাবে সুবিধা সে ভাবে হতে পারে প্রতিযোগিতা। পাকিস্তানে দল পাঠাতে হলে বোর্ডকে কেন্দ্রীয় সরকারের কাছে অনুমতি নিতে হবে। ভারত-পাকিস্তান সম্পর্ক এখনও সেই জায়গায় নেই যে কেন্দ্র অনুমতি দেবে।’’ চ্যাম্পিয়ন্স ট্রফি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের প্রতিযোগিতা। পাকিস্তান আয়োজক দেশ। দল না পাঠালে সমস্যায় পড়তে পারে ভারত। বিসিসিআই দল না পাঠানোর বিষয়ে সঠিক ভাবে কিছু জানায়নি। তবে এটাও ঠিক কেন্দ্র অনুমতি না দিলে কার্যত কিছু করার নেই বোর্ড কর্তাদের।
Discussion about this post