প্যারিস অলিম্পিক্সে ভারতের হয়ে ইতিহাস সৃষ্টি করলেন শুটার মনু ভাকের। ব্যক্তিগত ইভেন্টের পর এবার মিক্সড ইভেন্টেও ব্রোঞ্জ পদক জিতে নিলেন হরিয়ানার এই দামাল কন্যা। ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে মনু ভাকেরের সহযোগী শুটার ছিলেন সর্বজ্যোত সিং। কোরিয়ান খেলোয়াড়দের ১৬_ ১০ পয়েন্টে হারিয়ে তাঁরা ভারতীয় দলের জন্য দ্বিতীয় ব্রোঞ্চ জয় করলেন। মনু ভাকেরের এটা দ্বিতীয় ব্রোঞ্জ জয় হলেও সর্বজ্যোত সিং এই প্রথম অলিম্পিক্স মেডেল জয় করলেন। মনু ভাকের প্রথম ভারতীয় হিসাবে একটি অলিম্পিক থেকে দুটি পদক জয়লাভ করলেন। চতুর্থ ভারতীয় হিসেবে তিনি দুটি পদক জয়ের অধিকারী হলেন। বাকি তিনজন হলেন নরমন পিচার্ড অ্যাথলেটিক্সে, সুশীল কুমার কুস্তিতে এবং পিভি সিন্ধু ব্যাডমিন্টনে দুটি করে পদক পেয়েছিলেন। মঙ্গলবার তীব্র প্রতিদ্বন্ধীতার পর দশ মিটার এয়ার পিস্তল বিভাগের মিক্সড ইভেন্টে তিন নম্বরে শেষ করে মনু এবং সর্বজ্যোত ব্রোঞ্জ পদক নিশ্চিন্ত করেন। ভারতীয় দল তৃতীয় সিরিজের শেষে ৪-২ এগিয়েছিল তারপর পঞ্চম সিরিজের পর ব্যবধান ছিল ৮-২। যদিও কোরিয়ান শুটাররা ধীরে ধীরে তাদের দূরত্ব ঘোচানোর চেষ্টা করেন এবং অষ্টম সিরিজের পর স্কোর দিয়ে দাঁড়ায় ১০-২। যদিও এতে ভারতের জন্য দ্বিতীয় পদক আটকায়নি।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post