৫১৫ রানের টার্গেটের সামনে রবিবার ম্যাচর চতুর্থ দিন বাংলাদেশের দ্বিতীয় ইনিংস খেলতে নেমেছিল ১৫৮-৪ স্কোর নিয়ে। এদ ৩৩ ওভারও টিকতে পারেনি বাংলাদেশ। থেমে গেল ২৩৪ রানে। ২৮০ রানে জিতে দুই টেস্টের সিরিজে ১০৯ এগিয়ে রোহিত শর্মার টিম ইন্ডিয়া। অনায়াস জয়ে ভারতীয় ক্রিকেটে দেখা হয়ে গেল এক নতুন ইতিহাস। ১৯৩২ সালে প্রথম টেস্ট খেলে ভারত। ৯২ বছরের এই প্রথমবার ভারতের টেস্ট ম্যাচে জয়ের সংখ্যা হারের চেয়ে বেশি। ১৭৮ ম্যাচ হেরেছে ভারত ,এদিনের পরে জয়ের সংখ্যা ১৭৯। বিশ্ব ক্রিকেটে টেস্ট হারের চেয়ে বেশি জয়ের রেকর্ড এতদিন ছিল অস্ট্রেলিয়া ৪১২ জয় ২৩২ হার ,ইংল্যান্ড ৩৯৭ জয়,৩২৫ হার,দক্ষিণ আফ্রিকা১৭৯জয় ১৬১হার, ও পাকিস্তান ১৪৮জয় ১৪৪ হার।রোহিত শর্মার নেতৃত্বে সেই কৃতিত্ব এবার টিম ইন্ডিয়ারও। প্রথম ইনিংসে ভারতের প্রাথমিক ব্যাটিং বিপর্যয় থামিয়ে টেনেছিলেন অশ্বিন ও জাদেজা ।এদিন বল হাতে অশ্বিনকে যোগ্য সঙ্গত জাদেজার। টেস্টে ২১৯ উইকেট হয়ে গেল জাদেজার । চেন্নাই সুপার কিংস এর খেলার সুবাদে চিপকের মাঠ হাতের তালুর মত চেনা তাঁর । তাঁদের দুরন্ত ঘুর্নিতে দিশেহারা পাকিস্তান কে পাকিস্তানের মাটিতে টেস্ট হারিয়ে আসা টাইগাররা। টেস্টের সেরা অশ্বিন ই। টেস্ট বোলারদের ক্রম তালিকায় রয়েছেন এক নম্বরে। ৫২২ টেস্ট উইকেট নিয়ে এবার টপকে গেলেন কোর্টনি ওয়ালসকে। এখানেই শেষ নয় টেস্টে একই জিনিসের ৩৭ বার ৫ উইকেট নিয়ে ধরে ফেললেন শেন ওয়ার্ন কে। এ দিল ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত, ৮২ রান ছাড়া লড়াইয়ের কোন মুখ নেই বাংলাদেশের ।তবে বিতর্কের মুখ হয়ে থাকলেন সাকিব আল হাসান ।বলার মত কিছুই করেননি চেন্নাই টেস্ট। চোট নিয়ে কেন তিনি খেললেন তা নিয়ে উঠে গেছে প্রশ্ন। অশ্বিন ও জাদেজা ব্যাটে ও বলে সফল ।সেঞ্চুরি পেয়েছেন শুভমান গিল,ঋষভ পন্থ ও। জশপ্রীত বুমরার পাশাপাশি বোলিংয়ে নজর হেরেছেন আকাশদীপ ও। স্বাভাবিকভাবেই ভারতের দ্বিতীয় টেস্টের জন্য ঘোষিত টিমে কোন বদল নেই।
ভারতের এই অবস্থার জন্য কাকে দায়ী করা উচিৎ হবে তা বলা মুশকিল। যদি বলা হয় ঘরোয়া ক্রিকেটে ভারতীয় সিনিয়র ক্রিকেটাররা...
Read more
Discussion about this post