চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা বেড়ে চলেছে, ভারত পাকিস্তানের যাবে না তা পরিষ্কার করে দিয়েছে বিসিসিআই ।কিন্তু এই সিদ্ধান্তের পেছনে কারা? প্রশ্ন তুলে দিলেন শোয়েব আক্তার। তার মতে এই সিদ্ধান্তের নেপথ্যে আছে বিজেপি সরকার। আগামী বছর উনিশে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু ভারতের আপত্তির কারণে এখনো সূচি প্রকাশ করা যায়নি। বিকল্প বলতে রয়েছে হাইব্রিড মডেল। তাতেও পিসিবি র আপত্তি। সবদিক থেকেই চাপে পাকিস্তান। এই বিষয় নিয়ে শোয়েব আক্তারের বক্তব্য , “এটা এখন সম্পূর্ণ সরকারের হাতে। বিসিসিআই এর কিছুই করার নেই। সব কিছুই বিজেপি সরকারের উপর নির্ভর করে আছে। যা সিদ্ধান্ত নেওয়ার তারাই নেবে। এই নিয়ে গোপনে কথাবার্তা চলতেই থাকবে ।যুদ্ধের সময়েও তা হয়েছিল। আমাদের আশা হারানো উচিত নয়। একটা সমাধান বের করতে হবে। তবে এটাও ঠিক যে আইসিসির ৯৫- ৯৮ শতাংশ স্পন্সরশিপ ভারত থেকেই আসে।” সে বিষয়ে পাকিস্তানকেই সাবধান করেছেন আক্তার ।তার বক্তব্য ,”যদি পাকিস্তান ভারতকে রাজি করাতে না পারে তাহলে পাকিস্তান ১০০ মিলিয়ন ডলারের স্পন্সারশিপ হারাবে। বাস্তবটা হল, এটা পুরোপুরি সরকারের হাতে ।বিসিসিআই এর কিছুই করার নেই। আবার পাকিস্তানের গায়ে ফ্রি দাগ লেগে গিয়েছে যে, তারা বিশ্বকাপ বা চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করতে পারে না। এটা আয়োজন করতে পারলে তার নতুন সূত্রপাত করবে।” সেই সঙ্গে তাঁর আশা, ভারত পাকিস্তানের যাবে এবং বিরাট কোহলি সেখানে সেঞ্চুরি হাকাবেন।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post