বাংলাদেশের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে ভারতীয় ক্রিকেট দল ১০ উইকেটে জয়লাভ করল ।এ টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি শ্রীলঙ্কা পাকিস্তান এর মধ্যে হবে ।এই ম্যাচে যে জয়লাভ করবে ফাইনালে তারাই ভারতের বিরুদ্ধে খেলবে আগামী২৮ জুলাই । ভারতের বিরুদ্ধে টসে জিতে বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ।শ্রীলংকার ডাম্বুলা স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে নিগারের সিদ্ধান্ত একেবারেই কাজে লাগেনি, ।নির্ধারিত কুড়ি ওভারে বাংলাদেশ ক্রিকেট দল আট উইকেট হারিয়ে মাত্র ৮০ রান তুলতে পারে । নিগার সুলতানা ৩২ রান ছাড়া আর কেউ সেভাবে নজর কাড়তে পারেনি। ভারতীয় পেশার ঠাকুর এবং রাধা যাদব এই ম্যাচে তিনটি করে উইকেট পেয়েছেন এছাড়া একটি করে উইকেট তুলে নেন পূজা বস্ত্রকার এবং দীপ্তি শর্মা এই স্বল্প পরানের পূঁজি নিয়ে বাংলাদেশ যে লড়াই করতে পারবেনা সেটা সকলেই এক বাক্যে স্বীকার করেছিলেন।
এরপর ব্যাট করতে নামে ভারতীয় ক্রিকেট দল। টিম ইন্ডিয়ার হয়ে ওপেন করতে নামেন স্মৃতি মন্থনা এবং শেফালী বর্মা ।শুরু থেকেই ভারতের এই দুই ওপেনার কে বেশ মারকুটে মেজাজে দেখতে পাওয়া যায় । পাঁচ ওভারের শেষেই ভারতীয় ক্রিকেট দল বিনা উইকেটে ৪৫ রান তুলে ফেলে ।এরপর ভারতের জয় কার্যত সময়ের অপেক্ষা ছিল ।৭.৪ ওভারে জাহানারা আলম স্মৃতি মান্থনাকে আউট করলেও সেই বলটি নো বল থাকায় কোন উইকেট পড়েনি।এরপর আর ফিরে তাকাতে হয়নি। ৪৮ বলে হাফ সেঞ্চুরি করলেন স্মৃতি ।এশিয়া কাপে এটাই স্মৃতির প্রথম অর্ধশত রান। শেষ পর্যন্ত স্মৃতি ৫৫ রানে রানে এবং শেফালী ২৬ রানে অপরাজিতা থাকেন ।টিম ইন্ডিয়া ১০ উইকেটে জয়লাভ করেছে। ফাইনাল ম্যাচে ভারতের বিরুদ্ধে শ্রীলংকা কিংবা পাকিস্তান যারাই খেলতে নামুক না কেন এই দাপুটে জয় তাদের অবসম্ভাবী চাপে রাখবে তা বলায় যেতে পারে।
Discussion about this post