ভারতীয় দল এবং আইপিএল ফ্র্যাঞ্চাইজি আরসিবি-র তারকা ক্রিকেটার বিরাট কোহলির প্রশংসা করলেন, আবার সমালোচনাও করলেন ম্যাথু হেডেন। বিরাট যেভাবে আইপিএলে খেলছেন তিনি ২০১৬ সালের পারফরম্যান্সকেও ছাপিয়ে যাবেন বলে মনে করছেন প্রাক্তন অজি ক্রিকেটার ম্যাথু হেডেন। প্রাক্তন অজি তারকার কথায় বিরাট যে রকম ফর্মে রয়েছে ছাপিয়ে যাবে সব রেকর্ড। এনার্জি, প্যাশান, খেলাটার প্রতি ভালোবাসা সব কিছুতেই এগিয়ে বিরাট। তাঁকে বোঝাতে কোন শব্দই যথেষ্ট নয়। একইসঙ্গে যে তাঁর বাড়তি আবেগ একেবারেই পছন্দ নয়, সেটাও বুঝিয়ে দিয়েছেন হেডেন । তার যুক্তি, বিরাটকে মাঠে সবসময় অন্যরকম থাকতে দেখি। ও ম্যাচের মাঝখানে আম্পায়ারদের সঙ্গে তর্ক করতে থাকে। কিন্তু সেটা তো ওর কাজ নয় । বিরাট কিন্তু এখন আর আরসিবি অধিনায়ক নয়, সেটাও ওকে মাথায় রাখতে হবে। এরই মধ্যে শেষ ম্যাচের শেষ ওভারে ধোনি কে কিভাবে আউট করতে হবে, সেই পরামর্শ দিয়েছিলেন বিরাট। বলেছিলেন ইয়র্কার নয় স্লোয়ার বল কর। সেই বলেই ধোনি ক্যাচ দিয়ে ফিরে যান। বিরাটের এই পরামর্শের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। চেন্নাইকে ২০১ রানের আগে আটকে চতুর্থ টিম হিসেবে আইপিএলের প্লে অফে পৌঁছে গিয়েছে ব্যাঙ্গালুরু। সবচেয়ে বড় কথা টানা ছয় ম্যাচ জিতে প্লে অফে পৌঁছল আরসিবি। ফলে পরবর্তী পর্যায়ে বিরাট যে অন্যমাত্রা যোগ করবে সেটাও জানাতে ভোলেননি প্রাক্তন অস্ট্রেলিয় তারকা ওপেনার।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post