আইপিএলে প্রত্যাশা অনুযায়ী ব্যাট করতে পারিনি, কিন্তু তা নিয়ে অতিরিক্ত ভাবনা চিন্তা করতে চান না রোহিত শর্মা। আইপিএলের নিজেদের শেষ ম্যাচের লখনউ সুপার জায়ান্টসের কাছে হারতে হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সকে । রোহিত নিজেও সেভাবে দাপট দেখাতে পারেনি। একটি মাত্র শতরান করেন রোহিত। ১৪ টি ম্যাচের মধ্যে ছয়টিতেই ২০র রানের উপরে করতে পারেননি তিনি। ১৪ ম্যাচে মোট করেছেন ৪১৭ রান। একটি সাক্ষাৎকারে রোহিত বলেছেন, একজন ব্যাটসম্যান হিসেবে আমি বলব নিজের খেয়াল আমি সন্তুষ্ট নই। কিন্তু অভিজ্ঞতা থেকে জানি এই নিয়ে যদি বেশি ভাবতে বসি, তাহলে সমস্যা আরো বাড়বে আর মোটেই ভালো খেলতে পারব না। নিজেকে নিয়ে রোহিত বলেছেন, আমি নিজের মানসিকতা ঠিক রাখার চেষ্টা করি। লিগ টেবিলে একেবারে শেষে থেকে এবারের আইপিএল শেষ পর্যায়ে মুম্বই। দলের প্রাক্তন অধিনায়কের মন্তব্য, পরিকল্পনা অনুযায়ী আমরা খেলতে পারিনি তার জন্যই আমরাই দায়ই। অনেক ভুল করেছি এমন অনেক ম্যাচ ছেড়েছি যেগুলো জিততে পারতাম। যোগ করেন।
তবে আইপিএলে এরকমই হয় ,অল্প কয়েকটা সুযোগ পাওয়া যায় এগুলোকে কাজে লাগাতে হয়। আইপিএলের পরেই শুরু হয়ে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ যেখানে ভারতকে নেতৃত্ব দেবে রোহিতই । আসন্ন বিশ্বকাপ নিয়ে রোহিতের মন্তব্য ,দল নির্বাচনের আগে আমরা অনেক ভেবেছি। আইপিএলের আগেই দল মোটামুটি তৈরি হয়ে গিয়েছিল। জানিয়েছেন দলে কাদের কি ভূমিকা সেটাও সবাই জানে । তার কথায় আইপিএল শুরুর আগে ক্রিকেটাররা মোটামুটি জানতো কারা বিশ্বকাপে যাবে আর দলে তার কি রকম ভূমিকা পালন করতে হবে। আইপিএলেও নিজেদের সেই ভূমিকায় দেখে নিয়েছে ক্রিকেটাররা । সম্প্রতি সৌরভ গাঙ্গুলি রোহিত সম্পর্কে বলেছেন, ও হচ্ছে বড় মঞ্চের খেলোয়াড়। আইপিএলে ভালো খেলতে না পারলেও বিশ্বকাপে রোহিত নিশ্চয়ই ভালো খেলবে। এর আগে একদিনের বিশ্বকাপ পাঁচটি সেঞ্চুরি করেছিল রোহিত শর্মা। ২০২৪ এর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে ভালো খেলা অনেকটাই নির্ভর করছে রোহিতের উপর।।
Discussion about this post