একদিকে বর্ডার গাভাস্কার ট্রফির ধুন্ধামার লড়াই আবার অন্যদিকে আসন্ন আইপিএল নিলাম । দুয়ের জ্বরে কাবু ক্রিকেট ভক্তরা আর শুধু ভক্ত সমর্থকরা বললে ভুল হবে নিলাম নিয়ে জল্পনা রেশ পরেছে পার্থ টেস্টে ।সেই নিয়ে গল্প জমলো পন্থ আর নাথান লিওন এর মধ্যেও। ২৪ও ২৫ নভেম্বর আইপিএল নিলাম। সেখানে ভাগ্য নির্ধারণ হবে ঋষভ পন্থের। এর আগে তিনি দিল্লি ক্যাপিটালস এ ছিলেন। কিন্তু এবার তাকে রিটেন করা হয়নি। দিল্লির ম্যানেজমেন্ট বদল হওয়ায় পন্থের সঙ্গে দূরত্ব বাড়ে। তিনি চেয়েছিলেন দিল্লি অধিনায়ক থাকতে। সূত্রের খবর সেই প্রস্তাবে গ্রীন সিগনাল না পেয়েই তিনি দল ছাড়েন ।অন্যদিকে আইপিএল নিলামে নেই অজি স্পিনার নাথান লিওন। কিন্তু তার জ্বর থেকে দূরে থাকতে পারলেন কোথায়। পন্থ তখন ব্যাট করছেন হঠাৎ তার কাছে এসে তার দিকে প্রশ্ন ছুঁড়ে দেন লিওন। হাসিমুখের পাল্টা উত্তরও দেন পন্থ ।দুজনের কথাই স্ট্যাম্প মাইকে স্পষ্ট ধরা পড়ে। কি প্রশ্ন করেছিলেন লিওন? তাঁর প্রশ্ন ছিল, “নিলামে কোন দলে যাচ্ছ?” সঙ্গে সঙ্গে উত্তর দেন পন্থ। তিনি বলেন “আমার কোন ধারণা নেই”। দুজনের কথোপকথন ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। দুজনের হালকা চালের কথাবার্তা তেও অবশ্য চিরাচরিত অজি ‘স্লেজিং’ এর ছায়া দেখেছেন অনেকেই। হেজেলউড কামিংসের সামলে যে ভারতের রান ১৫০ উঠল, তার পিছনে পন্থায় ৩৭ রানের অবদান আছে । অতীতেও তিনি বারবার ঘুমিয়েছেন অস্ট্রেলিয়া কে। আবার আইপিএলে বিরাট দাম উঠতে পারে পন্থের জন্য। এই পরিস্থিতিতে আইপিএলের কথা তুলে পন্থের মনসংযোগ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা বলেও মনে করছেন অনেকে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post