আইপিএলের মেগা নিলামে দশটি দল মোট ৬৩৯.১৫ কোটি টাকা ব্যয় করেছে,৮২ জন খেলোয়াড়ের জন্য ।এদের মধ্যে ১২০ জন ভারতীয় খেলোয়াড় এবং ৬২ জন বিদেশি খেলোয়াড় যাদের আইপিএলের নিলাম থেকে বেছে নেয় ১০ টি দল। নিলাম শেষ হওয়ার পর অধিকাংশ দলই তাদের খেলোয়াড়দের দেখে নেওয়ার প্রস্তুতি শুরু করছে। ইতিমধ্যেই রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের অনুশীলন শুরু করে দিয়েছে। অন্যান্য দল কিছুদিনের মধ্যেই তাদের অনুশীলন শুরু করে দেবে এবং তাদের খেলোয়াড়দের বেছে নেবে। প্রতিটি ফ্রাঞ্চাইজি দলই প্রথম যেদিকে লক্ষ্য রাখবে তা হল ওপেনিং জুটিকে বেছে নেওয়া। টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম থেকেই চরম উত্তেজনা পূর্ণ হয় ।সে কারণে পাওয়ার প্লের মধ্যে যে দল বেশি রান সংগ্রহ করতে পারে সেই দলের পক্ষে পরবর্তী সময়ে বড় স্কোর করতে সুবিধা হয়। তাই প্রত্যেক দলই মজবুত ওপেনিং জুটি । গত বছরের দুই ফাইনালিস্ট দলের ওপেনিং পার্টনাররা সম্মিলিতভাবে ৯০০র বেশি রান করেছিলেন । চ্যাম্পিয়ন কলকাতার নাইট রাইডার্সের ওপেনার সুনীল নারিন করেছিলেন মোট ৪৮৮ রান এবং আরেক ওপেনার ফিল সল্ট করেছিলেন ৪৩৫ রান। অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদের দুই ওপেনার অভিষেক শর্মা এবং ট্রাভিস হেড সম্মিলিতভাবে ১০০০ এর বেশি রান করেছিলেন । অভিষেক শর্মা করেছিলেন ৪৮৪ রান এবং ট্রাভিস হেড করেছিলেন ৫৭৬ রান । গতবার আইপিএলে ২০০ বেশি রান হয়েছে ৪১ বার তার মধ্যে ৮ বার রান হয়েছে ২৫০ এর বেশি। ২০০র বেশি রান তখনই হয়েছে যখন ওপেনিং ব্যাটাররা যেমন নারিন, সল্ট ,অভিষেক, হেড, বিরাট কোহলি (৭৪১)রোহিত শর্মা (৪১৭) সুভমান গিল(৪২৬) ঋতুরাজ গায়কোয়াড়(৫৮৩) এবং সাই সুদর্শন(৫২৭) বড় রান করেছেন। এই সমস্ত ব্যাটার ভাই ৪০০ বেশি রান তুলেছেন আগে আইপিএল থেকে। মুম্বাই ইন্ডিয়ান্স ,রাজস্থান রয়্যালস ,চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দ্রাবাদ পাঞ্জাব কিংস, কলকাতা নাইট রাইডার্স এবং রয়েল চ্যালেঞ্জ ওয়েস্ট বেঙ্গালুরু এরা প্রত্যেক দলই অন্তত একজন ওপেনারকে রিটেইন করেছেন আগামী বছর আইপিএল-এর জন্য। এ বছর সম্ভাব্য ওপেনার প্রতিটি দলের ১. কলকাতার নাইট রাইডার্স: সুনীল নারিন ও কুইন্টন ডি কক২. সানরাইজার্স হায়দ্রাবাদ: অভিষেক শর্মা ও ট্রাভিল হেড ৩. রাজস্থান রয়্যালস: যশস্বী জয়ওয়াল ও সঞ্জু স্যামসং ৪. রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: বিরাট কোহলি ও ফিল সল্ট৫. মুম্বাই ইন্ডিয়ান্স: রোহিত শর্মা ও উইল জ্যাকস৬. চেন্নাই সুপার কিংস: ঋতুরাজ গায়কোয়াড় ও ডেভিড কনওয়ে৭. পাঞ্জাব কিংস: প্রভসিমরন সিং ও জস ইংলিশ ৮. দিল্লি ক্যাপিটালস,: কে এল রাহুল জ্যাক ফ্রেজার ও ম্যাক গর্গ ৯. লখনৌ সুপার জয়েন্টস: এইডেন মার্ক রাম ও মিচেল মার্শ,১০. গুজরাট টাইটান্স: সুভমান গিল ও যশ বাটলার।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post