আজ ষষ্ঠী। উৎসবের দিনেই কলকাতায় আসতে চলেছে আইপিএল ট্রফি। যা নিয়ে আসতে চলেছে কেকেআর।১০ বছরের খরা কাটিয়ে চলতি বছরে আইপিএল জিতেছিল নাইট ব্রিগেড। এবার দুর্গা পুজোর সময় উৎসবের শহরে আসবে আইপিএল জয়ের ট্রফি। গত আইপিএল জেতার পর নাইটদের ট্রফি নিয়ে শহর পরিক্রমা করার সিদ্ধান্ত স্থগিত রাখতে হয় বিভিন্ন কারণে ।প্রথম দুটো আই পি এল ট্রফি জয়ের পর উৎসব হয়েছিল ইডেনে ও শহর জুড়ে ।কিন্তু শেষবার যখন আইপিএল জেতে কেকেআর তখন সাধারণ নির্বাচনের হাওয়া চলছিল। তাছাড়া সামনের টি-টোয়েন্টি বিশ্বকাপও ছিল ।তাই সেই সময় ট্রফি আনা যায়নি। সেই ট্রফি আজ শহরে আনছে কেকেআর। নাইটদের সোশাল মিডিয়া হ্যান্ডেলে সুরুচি সংঘ, চেতলা অগ্রণী ক্লাব, চোরবাগান সার্বজনীন ও বেলেঘাটা তেত্রিশপল্লীর দূর্গা পূজার ছবি দেয়া হয়েছে। অনেকে মনে করছেন এই চার পুজো প্যান্ডেলে কেকেআর তৃতীয় আইপিএল ট্রফি পরিক্রম হবে সেরকম ইঙ্গিত দিয়েছেন কেকেআরের ফেসবুক পেজ ।সেখানে বলা হয়েছে “আপনাদের সঙ্গে দেখা হচ্ছে” তার সঙ্গে রয়েছে চারটি প্যান্ডেলের বিশেষ সময় সূচি। দুপুর ১ টার সময় আইপিএল ট্রফি রাখা হবে চোর বাগার সার্বজনীন মন্ডপে। ওইখান থেকে আড়াইটে নাগাদ ট্রফি যাবে বেলেঘাটা ৩৩ পল্লীতে। উত্তর কলকাতা সফর সেরে বিকেল পাঁচটা নাগাদ ট্রফি যাবে দক্ষিনে। চেতলা অগ্রনী ক্লাবে রাখা হবে ট্রফি তারপর ছড়িয়ে সাড়ে ছটায় ট্রফি নিয়ে যাওয়া হবে সুরুচি সঙ্ঘে। ওই সময়গুলোতে সংশ্লিষ্ট পূজা মন্ডপে গেলে প্রতিমার পাশাপাশি আইপিএল ট্রফিও দেখতে পাবেন দর্শনার্থীরা।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post