গত জুনের মাঝামাঝি সময়ে লেসলি ক্লডিয়াস সরণির শতাব্দী প্রাচীন ক্লাব জানিয়ে দিয়েছিল যে গ্রিক গোলমেশিন দিমিত্রিওস দায়ামন্তাকোস ওরফে দিমিকে সই করিয়েছে তারা। রবিবার সকালে তিনি চলে এলেন শহরে। বিমানবন্দরের তার ফটো সেশন হয়েছে লাল হলুদ উত্তরীয় গায়ে ।হাসিমুখে একের পর এক পোজ দিয়েছেন জার্সি নাম্বার নাইন। ইমামি ইস্টবেঙ্গলের তরফে সাংবাদিকদের সেই ছবি পাঠানো হয়েছে। গত মরসুমে আইএসএলে কেরালা ব্লাস্টার্সের জার্সিতে গোলের বন্যা বইয়েছেন ।১৭ টি ম্যাচের ১৩টি গোল এবং ৩টি আসিস্ট করে সর্বাধিক গোলদাতা পেয়েছিলেন সোনার বুট এবার কেরালা থেকে দুই বছরের চুক্তিতে এসেছেন ইস্টবেঙ্গলে। ইস্টবেঙ্গলের ৩১ বছরের ৬ ফুটের স্ট্রাইকার ভারতীয় ফুটবলে পা রাখেন ২০২২ সালে ।
২০১২ সাল থেকে তিনি গ্রিক ,জার্মানি, ক্রোয়েশিয়া ,ইজরায়েলের একাধিক ক্লাবে খেলেছেন । কেরলে দুই মরসুম কাটিয়ে ৪৪ টা ম্যাচ খেলে করেছে ২৮ টি গোল ।সঙ্গে ৭টি টি এসিস্ট। গত মরসুমে ভারতের ঘরোয়া ফুটবলে তিনি যুগ্মভাবে সর্বাধিক শিকারি হয়েছেন । কুড়ি ম্যাচে কুড়ি গোল করেছেন আইএসএলে ১৩ টি গোল ও তিনটি অ্যাসিস্ট্যান্ট পাশাপাশি পার কলিঙ্গ সুপার কাপে ছিল ৩ গোল ও ১টি এসিস্ট। ২০২২- ২৩ আই এস এলে টানা ৫ ম্যাচে গোল করার রেকর্ড করেছিলেন। । দিমি কে পেয়ে খুশি ইস্টবেঙ্গলের হেড কোচ কার্লস কুয়াদ্রাত। তিনি বলেছেন ,’আমি বলব দিমি যেভাবে গ্রিস থেকে এসে ভারতীয় ফুটবলের সঙ্গে মানিয়ে নিয়েছে ,তা এক কথায় অবিশ্বাস্য ।আমাদের দলে ওর সংযোজন দারুন ভাবে আক্রমণ ভাগকে শক্তিশালী করবে। ওর কাছে আরো অন্য ক্লাবে খেলার প্রস্তাব ছিল ।তবে আমাদের সঙ্গে ওর ফলপ্রসু আলোচনা হওয়ার পরেই দিমিকে আমরা খেলানোর জন্য রাজি করিয়েছি। ও আমাদের প্রজেক্টে বিশ্বাস করেছে এবং ইস্টবেঙ্গলে যোগ দিয়েছে। ইস্টবেঙ্গলের যোগ দিয়ে দিমি বলেছেন,’ সবাই জানে যে, এশিয়ার অন্যতম সেরা ফ্রেনডিস রয়েছে ইস্টবেঙ্গলের ।আমার তাদের সামনে খেলার জন্য তোর সইছে না। আমি নিজের সেরাটাই উজাড় করে দেব এই দলের লক্ষ্য পূরণের জন্য। সমর্থকদের মুখে হাসি ফোটাব। দেখা যাক দিমি এবার লাল_ হলুদে কি ফুল ফোটান!
Discussion about this post