: ২৬ ও২৭ অক্টোবর দিল্লিতে ছিল দিলজিৎ দোসাঞ্জের অনুষ্ঠান ‘দিললুমিনাটি ট্যুর ২০২৪। দুদিন মিলিয়ে প্রায় ৭০,০০০ দর্শক উপস্থিত ছিলেন জহরলাল নেহরু স্টেডিয়ামে । কিন্তু অনুষ্ঠান শেষের পর যে ছবি ধরা পরল তা দেখে চিন্তায় ক্রীড়াবিদরা । দিল্লির ক্রীড়াবিদ বিয়ান্ত সিং এর অভিযোগ মাঠে বিভিন্ন জায়গা জুড়ে মদের বোতল, মানুষের হাড় পড়েছিল খেলার জন্য ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ভেঙে পড়ে রয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে দৌড়ের ট্রাকও। বিয়ান সিং সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন। বিয়ান্ত সিং সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন ।সেখানে তিনি বলেন,” এই তো খেলাধুলায় দেশের অবস্থা। যেখানে সবাই প্র্যাকটিস করে সেখানেই মদ খেয়ে লোকজন নাচ-গান করছে করেছে। এজন্য স্টেডিয়াম ১০ দিন বন্ধ ছিল ।খেলা সমস্ত সরঞ্জাম ভেঙে ফেলা হয়েছে। আর চার বছর পরে সোশ্যাল মিডিয়া সবাই প্রশ্ন করে কেন আমরা অলিম্পিক থেকে পদক পাই না ?এরকম অবস্থা থাকলে ক্রীড়াবিদদের জন্য সম্মান না থাকলে সেটাই হবে”। তরুণ প্রজন্মের সংগীত জগতের অন্যতম আইকন দিলজিত দোসাঞ্ঝ। দেশে বিদেশে যেখানেই তিনি অনুষ্ঠান করুন না কেন ভক্তদের ভিড় লেগেই থাকে। সেরকমই হল দিল্লির জহরলাল নেহেরু স্টেডিয়ামে। তারপরই মাঠের ওই অবস্থা। এই স্টেডিয়ামকে যেকোনো সংস্থা ভাড়া নিতে পারে এখানেই আইএসএলের ম্যাচ খেলে পাঞ্জাব এফসি কিন্তু তারাও অনুশীলন করতে পারছে না পরে সাইয়ের তরফ থেকে স্টেডিয়ামে পরিষ্কার করা হয়। কিন্তু যেভাবে সেটা করা হয়েছে তাদের নিশ্চিত হতে পারছে না অনেকেই তাকে ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা সেটা এখনো বোঝা যাচ্ছে না বলেই অভিযোগ।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post