চ্যাম্পিয়ন্স ট্রফির জট কাটাতে এবারে আসরে নামতে চলেছেন জয় শাহ। সূত্রের খবর বিসিসিআই সচিব থাকাকালীন তিনি হয়তো বৈঠক করতে পারেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভির সঙ্গে। পাশাপাশি আইসিসির আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসতে পারেন জয় শাহ। দুপক্ষের নাছোড়বান্দা মনোভাবের জেরে বড়সড় জটিলতা তৈরি হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ ঘিরে। এহেন পরিস্থিতিতে ১ ডিসেম্বর থেকে আইসিসি চেয়ারম্যান হিসেবে কাজ শুরু করবেন জয় শাহ। প্রথমে শোনা গিয়েছিল চ্যাম্পিয়ন ট্রফি যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে একেবারেই দিতে চান না তিনি ।নিজে আইসিসি চেয়ারম্যান পদে বসার আগেই ব্যাপারটা যাতে মিটে যায় তেমনটাই চাইবেন বিসিসিআই সচিব ।তাহলে কি নেপথ্যে থেকেই চ্যাম্পিয়নস ট্রফি জট কাটানোর চেষ্টা করবেন জয় শাহ ? সূত্রের খবর আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্বে নেওয়ার আগেই দুবাই গিয়ে আইসিসি আধিকারিকদের সঙ্গে দেখা করবেন তিনি ।তারপরেই হয়তো ফোনে কথা বলবেন নাকভির সঙ্গে। জট কাটাতে যতদূর সম্ভব এগোতে চাইবেন শাহ,এমনটাই মত ক্রিকেট মহলের ।কিন্তু শেষ পর্যন্ত জট কাটবে কি
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post