চার বছর পর লস এঞ্জেলেস অলিম্পিক্সে প্রত্যাবর্তন হচ্ছে ক্রিকেটের। তবে ২০৩২ এর ব্রিসবেন অলিম্পিকসে ক্রিকেট থাকবে কি না ,তার কোন নিশ্চয়তা নেই। সেটা নিশ্চিত করতে চাইছেন জয় শাহ। আইসিসির নতুন চেয়ারম্যান বৃহস্পতিবার বৈঠক করেছেন ব্রিসবেন অলিম্পিক্সের আয়োজক কমিটি কর্তাদের সঙ্গে । ক্রিকেটের অন্তর্ভুক্তি নিয়ে কথা হয়েছে বলে জানা গিয়েছে। লস এঞ্জেলেসে ১২৮ বছর পর অলিম্পিক্সে ফিরছে ক্রিকেট ।টি-টোয়েন্টি ফরম্যাটে হবে খেলা। ক্রিকেটের জন্য স্টেডিয়াম বেছে নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে ।মূল অলিম্পিক্স লস এঞ্জেলেসে হলেও ক্রিকেট হতে পারে আমেরিকার পূর্বদিকের মায়ামি বা নিউইয়র্ক শহরে। অস্ট্রেলিয়ায় ক্রিকেট ভালোই জনপ্রিয়। তবে ব্রিসবেনে ক্রিকেট থাকার ব্যাপারে নিশ্চয়তা নেই ।তাই ব্রিসবেনে গিয়ে অলিম্পিকসের আয়োজক কমিটির প্রধান সিন্ডি হুক এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার মুখ্যকর্তা নিক হকলির সঙ্গে দেখা করেছেন জয় শাহ ।নিজেই সমাজ মাধ্যমে সেই ভিডিও পোস্ট করেছেন ।সেখানে কর্তাদের সঙ্গে এক টেবিলে বসে বেশ কিছু বক্তব্যও রাখতে দেখা গেছে আইসিসি চেয়ারম্যান কে। ১৮৯৬ সালের প্রথম আধুনিক অলিম্পিকে ক্রিকেট খেলার কথা হয়েছিল কিন্তু কোন দলই অংশগ্রহণ না করায় তা অনুষ্ঠিত করা যায়নি ।১৯০০ সালে প্যারিস অলিম্পিকে চারটি দল এসেছিল গ্রেট ব্রিটেন, ফ্রান্স বেলজিয়াম এবং নেদারল্যান্ডস। কিন্তু শুধুমাত্র একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল গ্রেট ব্রিটেন এবং ফ্রান্সের মধ্যে ।দুদিনের এই ম্যাচে গ্রেট ব্রিটেন ফ্রান্সকে হারিয়ে দিয়েছিল। তারপর থেকে আর অলিম্পিকে ক্রিকেট অনুষ্ঠিত হয়নি। শনিবার থেকে ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট শুরু হচ্ছে ব্রিসবেনে ।এই ম্যাচে হাজির থাকার কথা জয় শাহের। তবে প্রতিদিনই থাকবেন কিনা জানা যায়নি। তবে জয় শাহের কাছে আপাতত প্রধান চ্যালেঞ্জ চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে সমাধান সূত্র বার করা প্রতিযোগিতা শুরুর দিন অবশ্যই এগিয়ে এলেও এখন ও সূচি ঘোষিত হয়নি
পাঁচবারের বিশ্বকাপ জয়ী দল !যে রেকর্ডার বিশ্বের কোন দলের নেই ,সেই সেলকাদের সোনালি দিন, আজ অতীত, ব্রাজিল যেন আজ ধু৺কছে!...
Read more
Discussion about this post