: টাটা স্টিল চেস্ট টুর্নামেন্টে অংশ নিতে কলকাতায় আসছেন ম্যাগনস কার্লসেন। ১৩ থেকে ১৭ই নভেম্বর অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। বিশ্বের এক নম্বর গ্র্যান্ড মাস্টার যে এই টুর্নামেন্টের অন্যতম প্রধান আকর্ষণ হবেন সে কথা বলাই বাহুল্য ।তবে তিনি ছাড়াও ভারতের প্রজ্ঞানানন্দ, অর্জুন এরাইগাইসি, বিদিত গুজরাঠিও অংশগ্রহণ করবেন এই প্রতিযোগিতায় ও।কার্লসেনের এবারই প্রথম কলকাতায় আগমন নয়। ২০১১ সালেও টাটা স্টিল চেস টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলেন তিনি ।সেবার চ্যাম্পিয়নও হন। নরওয়ে এর দাবারু এবার কেমন পারফর্ম করেন সেদিকে নজর থাকবে সকলেরই ।এবার ভারত থেকেও চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার হতে পারেন অনেকেই ।বিশেষ করে চেস অলিম্পিয়াডে সোনালি পারফরমেন্সের পর প্রজ্ঞানানন্দদের উপর প্রত্যাশা বাড়ছে। এই টুর্ণামেন্টে খেলবেন না ডি গুকেশ। ডিসেম্বরে বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য টাটা স্টিল চেস টুর্নামেন্টে নেই আঠারো বছর বয়সী ভারতীয় তারকা। সেখানে তার প্রতিদ্বন্দ্বী ডিং লিরেন । অন্যান্য বারের মতো এবারও ‘ওপেন’ ও মহিলাদের দুটি ক্যাটাগরি থাকছে টাটা স্টিল চেস টুনামেন্টে। র্যাপিড ও ব্লিৎজের ফরম্যাট দুটোই থাকবে। মহিলাদের প্রতিযোগিতায় ভারত থেকে থাকছে কোনেরু হাম্পি, বৈশালী রমেশবাবু, দিব্যা দেশমুখ, ভান্তিকা আগরওয়াল ও হারিকা দ্রোণাভল্লি। ভারতীয় তারকারা ছাড়াও আকর্ষণের কেন্দ্রে ম্যাগনাস কার্লসেনই।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post